Rahul Gandhi: ‘মমতা আমার ঘনিষ্ঠ’ বললেন রাহুল গান্ধী, অধীর হতবাক!

অসম থেকে পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রা ঢোকার আগেই রাহুল গান্ধীর বিস্ফোরক বার্তা-মমতা আমার ঘনিষ্ঠ। ন্যায় যাত্রায় গুয়াহাটি সফরে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়। অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী…

Rahul Gandhi

অসম থেকে পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রা ঢোকার আগেই রাহুল গান্ধীর বিস্ফোরক বার্তা-মমতা আমার ঘনিষ্ঠ। ন্যায় যাত্রায় গুয়াহাটি সফরে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়। অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার সাথে রাহুল গান্ধীর রাজনৈতিক উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। এর মাঝেই রাহুল গান্ধী দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি নরম বার্তা।

বেশ কিছুদিন ধরেই রাজ্যে আসন নিয়ে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে বিরোধ। প্রকাশ্যে খবর আসে যে আগামী লোকসভা নির্বাচনে ৪২ টি আসনেই প্রার্থী দেবে তৃণমূল। তার জেরেই গত সপ্তাহে মুখ্যমন্ত্রীকে অধীর বাবু ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করেন। তবে অধীর-মমতা ইস্যুর মাঝেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান মমতা আমার ঘনিষ্ঠ এবং এমন পরিস্থিতিতে ‘কোন ব্যাপার নয়।‘

রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা বর্তমানে অসমে। তবে আজ গুয়াহাটি পুলিশের সঙ্গে কংগ্রেস সমর্থকদের ধস্তাধস্তির ঘটনার পর সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। সেখানেই পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে তিনি তাঁর মত ব্যক্ত করেন। রাহুল গান্ধী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুব কাছের মানুষ। মাঝে মাঝে আমাদের নেতারা কিছু বলেন। এই ধরনের মন্তব্য কোন ব্যাপার না।” অধীর রঞ্জন চৌধুরীর সাম্প্রতিক মন্তব্য যে ‘কংগ্রেস তার (তৃণমূল) সহায়তা ছাড়াই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাহুল গান্ধী এই মন্তব্য করেন। 

প্রসঙ্গত গতকাল রাম মন্দির উদ্বোধনের দিন মমতার নেতৃত্বে হয় হাজরা থেকে পার্ক সার্কাস অবধি সংহতি মিছিল। মিছিলের পর সমাবেশ থেকে নাম না করে কংগ্রেসকে নিশানা করেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের উদ্দেশে নাম না করে বলেন, ‘৩০০ আসনে আপনারা (কংগ্রেস) এককভাবে লড়ুন, আমরা সাহায্য করে দেব। আমরা তোমাদের কোনও আসনে লড়ব না।’

রাহুলের তরফে মমতাকে ফের কাছে টানার বার্তা আসতেই বিপাকে খোদ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কারন তিনি বারবার বলেছেন, মমতার চ্যালেঞ্জ নিলাম। লোকসভা ভোটে আমাকে হারিয়ে দেখাক মমতা।

রাহুলের মন্তব্যে শুধু অধীর নয় বিপাকে পশ্চিমবঙ্গের সিপিআইএম। কারণ, তৃণমূল সব আসনে প্রার্থী দেবে এমন বার্তা আসার পরেই বাংলায় ন্যায় যাত্রায় বাম শিবির অংশ নেবে বলে জানায়। এবার রাহুল তৃণমূলকে কাছে আনার বার্তা দিতেই প্রশ্ন, ন্যায় যাত্রায় সামিল হবে বঙ্গ বাম? তারা ইন্ডিয়া জোটে আছে।