HomeBharatজম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানো হবে, ভোটের মুখে বড় ঘোষণা রাহুলের

জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানো হবে, ভোটের মুখে বড় ঘোষণা রাহুলের

- Advertisement -

লোকসভা ভোট মিটতে না মিটতেই দেশের দুই রাজ্য যেমন জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তবে আজ বুধবার উপত্যকায় দাঁড়িয়ে বড়সড় ঘোষণা করে শোরগোল ফেলে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

বিজেপিকে চাপে ফেলতে এক বিরাট ঘোষণা করে বসলেন সাংসদ। আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে জম্মু ও কাশ্মীরে নির্বাচনী (J&K Assembly Elections) প্রচার শুরু করেছেন বিরোধী দলনেতা ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এদিকে আজ রামবনে প্রচার পর্বে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন যে, তার ইন্ডি ব্লক শরিকদের সহায়তায় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ফের পৃথক রাজ্যের মর্যাদা ফিরে পাবে।

   

রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেন যে, ‘আমরা বিধানসভা নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে চেয়েছিলাম। তবে বিজেপি এর জন্য প্রস্তুত ছিল না এবং চেয়েছিল যে আগে নির্বাচন অনুষ্ঠিত হোক।’ এদিকে ৩৭০ ধারা বিলোপ নিয়েও নতুন করে কেন্দ্রকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা। বললেন, ‘স্বায়ত্তশাসিত মর্যাদা প্রত্যাহার কেবল তার পরিচয়ের অবস্থাই কেড়ে নেয়নি, জনগণের অধিকার ও সম্পদও খর্ব করেছে।’

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে রামবনে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেস নেতা বলেন, “ভারতের ইতিহাসে প্রথমবার রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রথমে রাজ্য করা হয়েছিল। একটি রাষ্ট্র বিলুপ্ত হয়েছে, জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রথমত, জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, কারণ কেবল আপনার রাজ্যই কেড়ে নেওয়া হয়নি, আপনার অধিকার, আপনার সম্পদ, সবকিছু আপনাদের সকলের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে।”

রাহুল গান্ধী জম্মু ও কাশ্মীরের বর্তমান প্রশাসনিক কাঠামোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি এই অঞ্চলের অতীতের রাজতান্ত্রিক শাসন এবং এর বর্তমান শাসনের মধ্যে তুলনা টানেন। কংগ্রেস সাংসদ বলেন, ‘১৯৪৭ সালে আমরা রাজতন্ত্রের অপসারণ করি, গণতান্ত্রিক সরকার গঠন করি এবং দেশকে একটি সংবিধান উপহার দিই। কিন্তু আজ জম্মু-কাশ্মীরে এলজি নামে এক ‘রাজা’ বসে আছেন, যিনি আপনাদের টাকা কেড়ে নিয়ে বহিরাগতদের হাতে দিচ্ছেন। তাই আমাদের প্রথম পদক্ষেপ হবে জম্মু ও কাশ্মীরকে ‘রাজ্যের মর্যাদা’ ফিরিয়ে দেওয়া।’   

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular