‘আগামীবার রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী করব’, বিরোধী জোটের লক্ষ্য ঘোষণা তেজস্বীর

নয়াদিল্লি: ভারতের বিরোধী রাজনীতিতে ফের নতুন সমীকরণের ইঙ্গিত। মঙ্গলবার বিহারের নওয়াদায় ‘ভোটাধিকার’ র‍্যালি থেকে আরজেডি নেতা তেজস্বী যাদব স্পষ্ট জানালেন,আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া…

Rahul Gandhi PM candidate

নয়াদিল্লি: ভারতের বিরোধী রাজনীতিতে ফের নতুন সমীকরণের ইঙ্গিত। মঙ্গলবার বিহারের নওয়াদায় ‘ভোটাধিকার’ র‍্যালি থেকে আরজেডি নেতা তেজস্বী যাদব স্পষ্ট জানালেন,আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী করার জন্য কাজ করবে।

‘রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী বানাবো’

তেজস্বীর ভাষায়, “আগামীবার আমরা রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী বানাবো।” তাঁর পাশে তখন উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী স্বয়ং। দুই নেতার যুগলবন্দীতে এই ঘোষণাকে বিরোধী জোটের ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

   

তবে নেতৃত্বের প্রশ্ন ইন্ডিয়া ব্লকের সামনে বরাবরই এক জটিল সমস্যা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট কোনও মুখ ঘোষণা না করেই ভোটে নেমেছিল। জোটের ভেতরেই কে হবেন প্রধানমন্ত্রী প্রার্থী—তা নিয়ে মতভেদ প্রকাশ্যে এসেছিল। ভোটের আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থনের কথা বলেছিলেন।

Advertisements

রাহুল গান্ধীর নামকেই সামনে আনা হল Rahul Gandhi PM candidate

এবার তেজস্বীর এই মন্তব্যে স্পষ্ট হল, অন্তত আরজেডি এখন কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর নামকেই সামনে ঠেলতে চাইছে। ফলে ২০২৯ সালের রাজনৈতিক লড়াইকে ঘিরে বিরোধী জোটের ভেতরে নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে।

Bharat: RJD leader Tejashwi Yadav has declared that the INDIA bloc will work to make Rahul Gandhi the next Prime Minister, signaling a new political equation for the 2029 Lok Sabha elections. This statement, made at a rally in Bihar, indicates a shift in the opposition’s strategy.