হাথরস: উত্তরপ্রদেশের হাথরসে কথিত সৎসঙ্গের সময় পদপিষ্ট হয়ে ১২১ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিরোধী দলগুলি এই নিয়ে ক্ষমতাসীন বিজেপিকে ঘিরে রেখেছে, অন্যদিকে বিজেপি নেতারা বিরোধী দলগুলিকে দোষারোপ করছেন। এসবের মাঝেই আজ শুক্রবার ৫ জুলাই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) হাথরসে গিয়ে হাজির হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত থেকে শুরু করে স্বজনহারাদের পরিবারের সঙ্গে দেখা করলেন।
রাহুলকে কাছে পেয়ে কান্নার বাঁধ ভেঙে যায় বহু পরিবারের। মনে করা হচ্ছে, এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে। যাইহোক, সকলের দেখা করে আজ বড় মন্তব্য করলেন রাহুল গান্ধী। সেইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে বিশেষ আর্জি জানালেন সাংসদ। রাহুল গান্ধী বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। পদদলিত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আমি এটি কোনও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলতে চাই না, তবে প্রশাসনের পক্ষ থেকে ঘাটতি রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হ’ল তারা দরিদ্র পরিবার হওয়ায় সর্বাধিক ক্ষতিপূরণ দেওয়া উচিত।’
এরপর রাহুল আরও বলেন, ‘আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে মন খুলে ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ করছি। ক্ষতিপূরণে বিলম্ব হলে কারও কোনও লাভ হবে না। নিহতের পরিবারের সদস্যদের সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে এবং তারা আমাকে বলেছেন যে সেদিন ঘটনাস্থলে কোনও পুলিশ ব্যবস্থা ছিল না। সকলেই এই ঘটনায় হতবাক হয়ে গেছে এবং আমি কেবল তাদের পরিস্থিতি বুঝতে চেয়েছিলাম।’
#WATCH | Hathras, UP: After meeting the victims of the stampede, Congress MP and LoP in Lok Sabha, Rahul Gandhi says “It is a sad incident. Several people have died. I don’t want to say this from a political prism but there have been deficiencies on the part of the administration… pic.twitter.com/n2CXvZztJx
— ANI (@ANI) July 5, 2024