‘২৯৫টি আসন জিতছে ইন্ডি জোট’, ঘোষণা রাহুলের

   সপ্তম দফার লোকসভা ভোট শেষ হতেই এবার গণনা নিয়ে মানুষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ৪ জুন রয়েছে ভোট গণনা। কিন্তু তার আগেই ভোটের…

  

সপ্তম দফার লোকসভা ভোট শেষ হতেই এবার গণনা নিয়ে মানুষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ৪ জুন রয়েছে ভোট গণনা। কিন্তু তার আগেই ভোটের ফলাফল কী হবে সেই নিয়ে চুল চেরা বিশ্লেষণ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এক্সিট পোলের ফলাফল। বেশিরভাগ এক্সিট পোলের ফলাফল এনডিএ-র পক্ষেই গিয়েছে। তবে এবার এই নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

আজ রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বড় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করলেন রাহুল। আজ তিনি বলেন, ‘এটা কোনও এক্সিট পোল (Exil Poll 2024) নয়, এটা মোদী মিডিয়া পোল। এটা তাদের ফ্যান্টাসি পোল।’ রাহুল বলেন, ‘বেশিরভাগ আসনে প্রচুর প্রতিযোগিতা রয়েছে। তবে যখন ফলাফল আসবে তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’ এক্সিট পোলকে তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

   

এরপর রাহুলকে উদ্দেশ্য করে ধেয়ে আসে সেই প্রশ্ন যার উত্তর জানার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২৪-এর ভোটে ইন্ডি জোটের আসন সংখ্যা কত হবে? এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, “সিধু মুসেওয়ালার ২৯৫ গানটি শুনেছেন নিশ্চয়ই? যদি শুনে থাকেন, তাহলে বুঝে জান।’ অর্থাৎ সরাসরি না বললেও, তিনি ইঙ্গিত দিলেন ইন্ডি জোট ২৪-এর লোকসভা ভোটে ২৯৫টি আসনে জয়লাভ করতে চলেছে।