নয়াদিল্লি: ভারতের অর্থনীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। “ভারত ও রাশিয়া দু’টোই মৃত অর্থনীতি,” বৃহস্পতিবার এমনই মন্তব্য করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আর সেই মন্তব্যকেই হাতিয়ার করে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi backs Trumps Remark)।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল বলেন, “হ্যাঁ, উনি (ট্রাম্প) ঠিকই বলেছেন। গোটা বিশ্ব জানে যে ভারতের অর্থনীতি মৃত। শুধু দেশের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীই সেটা মানতে চান না।” এরপর তিনি আরও যোগ করেন, “আমি খুশি যে ট্রাম্প একটি বাস্তব সত্যই বলেছেন। বিজেপি দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে আদানিকে সুবিধা পাইয়ে দিতে।”
রাহুল গান্ধী পরে সোশ্যাল মিডিয়া X (এক্স)-এ এক বিস্ফোরক পোস্ট করে লেখেন-
“ভারতের অর্থনীতি মৃত। মোদীই একে শেষ করে দিয়েছেন।
১. আদানি-মোদী জোট
২. নোটবন্দি ও ত্রুটিপূর্ণ জিএসটি
৩. ব্যর্থ ‘অ্যাসেম্বল ইন ইন্ডিয়া’ প্রকল্প
৪. ক্ষুদ্র ও মাঝারি শিল্প পুরোপুরি ধ্বংস
৫. কৃষকদের পিষ্ট করা হয়েছে
মোদী ভারতের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করেছেন, কারণ দেশে কোনও চাকরি নেই।” এর পাশাপাশি রাহুল অভিযোগ করেন, “এই সরকার এক শতাংশ মানুষকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে ৯৯ শতাংশ ভারতবাসীর জীবিকা ও ভবিষ্যৎকে ধ্বংস করেছে।”
ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
বৃহস্পতিবার Truth Social-এ পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, “আমি তোয়াক্কা করি না ভারত কী করে রাশিয়ার সঙ্গে। ওরা চাইলে একসঙ্গে নিজেদের মৃত অর্থনীতিকে আরও নিচে নামিয়ে নিয়ে যাক।”
ট্রাম্প বলেন, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য খুবই কম, কারণ ভারতের শুল্ক “বিশ্বে অন্যতম সর্বোচ্চ”। পাশাপাশি, রাশিয়াকে নিশানা করে তিনি লেখেন, “রাশিয়া ও আমেরিকার বাণিজ্য প্রায় নেই বললেই চলে। সেভাবেই থাকুক। আর মেদভেদেভকে (রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট) বলো, ও যেন মুখ সামলে কথা বলে। খুব বিপজ্জনক এলাকায় পা দিচ্ছে সে।”
রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য এবং রাহুল গান্ধীর সাফ বার্তা, দু’টিকেই ঘিরে দেশের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য। অর্থনৈতিক প্রশ্নে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ আরও তীব্র হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।