Kalyan Banerjee: রাহুল গান্ধী ও কল্যাণ ব্যানার্জিকে সংসদ থেকে বরখাস্তের দাবি

ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে সংসদ থেকে বরখাস্ত হয়েছেন তৃ়নমূলের মহুয়া মৈত্র। এবার তৃ়ণমূল সাংসদ (Kalyan Banerjee) কল্যাণ ব্যানার্জিকে বরখাস্তের দাবি উঠল। শ্রীরামপুরের তৃ়ণমূল সাংসদের…

short-samachar

ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে সংসদ থেকে বরখাস্ত হয়েছেন তৃ়নমূলের মহুয়া মৈত্র। এবার তৃ়ণমূল সাংসদ (Kalyan Banerjee) কল্যাণ ব্যানার্জিকে বরখাস্তের দাবি উঠল। শ্রীরামপুরের তৃ়ণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তিনি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়কে নিয়ে অশালীন ব্যাঙ্গ করেছেন। কল্যাণের নামে অভিযোগ জমা পড়েছে। একইসাথে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেও বরখাস্ত করার অভিযোগপত্র জমা পড়ল।

   

গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নিম্ন রুচির পরিচয় দিয়েছেন বলে অভিযোগ। তাকে সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের নকল করতে দেখা যায়। অন্যদিকে তাকে সমর্থন করেছেন সকলে। নিন্দা সরব হয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও।

এই প্রসঙ্গে বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সমর্থন জানাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অধীর রঞ্জন চৌধুরীর এই ভূমিকার পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, তিনটি রাজ্যে হেরে যাওয়ার পর ওরা দিশেহারা একে অপরকে জড়িয়ে ওরা বাঁচতে চাইছে।

অন্যদিকে এথিক্স কমিটিতে অভিযোগ করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। তিনি বলছেন, কল্যাণ ব্যানাার্জি ও রাহুল গান্ধীকে বরখাস্ত করা দরকার।

গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের অন্যান্য স্থগিত সাংসদের সাথে প্রতিবাদের সময়, উপরাষ্ট্রপতিকে নকল করতে দেখা গেছে যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তার মোবাইল ফোনে তৃণমূল কংগ্রেস এমপির ছবি তুলতে দেখা গেছে।

মুলতবি হওয়ার পরে দুপুর ১২ টায় হাউস পুনরায় শুরু হওয়ার সাথে সাথে ধনখর ঘটনাটি নোট করেন এবং বলেন, “চেয়ারম্যানের কার্যালয়, রাজ্যসভা এবং স্পিকারের কার্যালয় খুব আলাদা। রাজনৈতিক দলগুলোর আন্তঃপ্রবাহ থাকবে, তাদের মধ্যে মতবিনিময় হবে, কিন্তু কল্পনা করুন আপনার দলের একজন সিনিয়র নেতা, অন্য দলের অন্য সদস্যের ভিডিও গ্রাফ করছেন।