পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) উগ্র ধর্মীয় কার্যকলাপ চালায়। তারা নিষিদ্ধ সংগঠন ‘সিমি’ অনুপ্রাণিত। এই ধরণের কিছু যুক্তির প্রেক্ষিতে আগেই কেরল সরকার PFI কে নিষিদ্ধ করেছিল। সেই নীতিকে মান্যতা কেন্দ্র সরকারের। দেশজুড়ে নিষিদ্ধ করা হয়েছে PFI কার্যকলাপ। সংগঠনটির বিরুদ্ধে টানা অভিযান চালায় জাতীয় গোয়েন্দা সংস্থা (NIA)। শতাধিক পিএফআই কর্মী নেতা ধৃত।
Advertisements
যদিও PFI নেতাদের দাবি, দেশের ক্ষমতায় থাকা বিজেপির উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে এই ধরপাকড় চলছে। নিজেদের সামাজিক কাজে জড়িত বলেই দাবি করেছেন PFI নেতারা।
Advertisements
ইউএপিএ আইনের বলে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে ব আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পপুলার ফ্রন্ট সংশ্লিষ্ট সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল ওমেন্স ফ্রন্ট নিষিদ্ধ তালিকায় এসেছে।


