Qatar : ‘ভারতীয় গুপ্তচর’দের ফাঁসি রদ করতে নয়াদিল্লির আপিল মঞ্জুর, কাতারে ফের শুনানি

ফাঁসি হবে নাকি জীবন পাবে আট ভারতীয় প্রাক্তন নৌসেনা, এই প্রশ্নের উত্তর মিলবে এজলাসে। বন্দি ওই আট ভারতীয়র বিরুদ্ধে ইজরায়েলের হয়ে চরবৃত্তির অভিযোগের প্রমাণ আছে…

ফাঁসি হবে নাকি জীবন পাবে আট ভারতীয় প্রাক্তন নৌসেনা, এই প্রশ্নের উত্তর মিলবে এজলাসে। বন্দি ওই আট ভারতীয়র বিরুদ্ধে ইজরায়েলের হয়ে চরবৃত্তির অভিযোগের প্রমাণ আছে বলে আগেই জানিয়েছে কাতার সরকার (Qatar Govt)। তাদের ফাঁসির সাজা হয়েছে। মৃত্যুদণ্ডের বিরোধিতা করে এবার ভারত সরকার কাতারি আদালতে আপিল করল। আবেদন মঞ্জুর করেছেন বিচারক। ফলে এই গুপ্তচর মামলায় ফের শুনানি হবে। ভারত সরকারের দায়ের করা আপিল বৃহস্পতিবার কাতারের আদালত গ্রহণ করেছে।

কাতারের আদালত বলেছে যে তারা আপিলটি অধ্যয়ন করছে এবং পরবর্তী শুনানি শীঘ্রই হবে। গত অক্টোবরে, কাতারের একটি আদালতআটজন প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে এক বছরেরও বেশি সময় ধরে দেশে আটক রাখার পর মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়।

ভারতের বিদেশমন্ত্রক বলেছে, “রায়টি গোপনীয়। কাতারের আদালত আছে যে রায় দিয়েছে সেটি আমাদের আইনি দলের সাথে শেয়ার করা হয়েছে। সব আইনি বিকল্প বিবেচনা করে আপিল করা হয়েছে। আমরা কাতারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।” ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন এই বিষয়ে কাতারি কর্তৃপক্ষের সাথে জড়িত এবং সরকার প্রাক্তন নৌবাহিনীর কর্মীদের সমস্ত আইনি এবং কনস্যুলার সহায়তা অব্যাহত রাখবে।

2022- সালের আগস্ট মাসে কাতার সরকার আটজন প্রাক্তন ভারতীয় নৌবাহিনী অফিসারকে ইজরায়েলের গুপ্তচর হিসাবে কাজ করার সন্দেহে আটক করে। তারা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানিতে নিযুক্ত ছিল। ধৃত প্রাক্তন নৌসেনাদের নাম ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত এবং নাবিক রাগেশ। কাতারের গোয়েন্দা সংস্থা দোহা থেকে তাদের ৩ আগস্ট গ্রেফতার করে। তাদের জামিনের আবেদন কাতারি কর্তৃপক্ষ বেশ কয়েকবার প্রত্যাখ্যান করেছে। চলতি বছরের অক্টোবরে কাতারের ফার্স্ট ইনস্ট্যান্স কোর্ট তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করে।