Vande Bharat: বাংলা অনেক দূর, ঘুটঘুটে অন্ধকারে বন্দে ভারতের যাত্রীদের প্রবল ক্ষোভ

মাঝপথে শিলাবৃষ্টি ও দুর্যোগে বিকল বহু আলোচিত বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস। ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে আছে সদ্য উদ্বোধন হওয়া ট্রেনটি। অভিযোগ, অল্প ঝড় বৃষ্টির আঘাত…

Vande Bharat: বাংলা অনেক দূর, ঘুটঘুটে অন্ধকারে বন্দে ভারতের যাত্রীদের প্রবল ক্ষোভ

মাঝপথে শিলাবৃষ্টি ও দুর্যোগে বিকল বহু আলোচিত বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস। ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে আছে সদ্য উদ্বোধন হওয়া ট্রেনটি। অভিযোগ, অল্প ঝড় বৃষ্টির আঘাত সহ্য করার শক্তি নেই ট্রেনটির। পুরী থেকে হাওড়া কখন এসে পৌঁছবে এই ট্রেন তা স্পষ্ট নয়

যাত্রীদের ক্ষোভ তুঙ্গে। সামাজিক মাধ্যমে সেই ক্ষোভ উপচে পড়ছে। এদিকে বন্দে ভারতকে সারিয়ে পুনরায় চালু করার চেষ্টা করছে রেল।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, রবিবার নির্দিষ্ট সময়ে ছেড়ে বন্দে ভারত এক্সপ্রেস প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে ওড়িশাতেই। এ রাজ্যের জাজপুর-কেওনঝাড় রোড ও ভদ্রকের মাঝখানে ট্রেনটির ইঞ্জিন বিকল হয় শিলাবৃষ্টির কারণে।

প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে উইন্ড স্ক্রীন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। C12 কোচ টপ ক্র্যাক হয়েছে। C9 কোচ উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ, বারবার অল্প বিস্তর আঘাতে এই ট্রেন ক্ষতিগ্রস্থ হচ্ছে।

Advertisements

রবিবার পুরী থেকে যারা যাত্রী ছিলেন তারা ঠিক সময়ে হাওড়া পৌঁঁছতে পারবেন না বলে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের অভিযোগ, এই ট্রেন অল্পতেই বিকল হয়ে যায়। রেল মন্ত্রক প্রতিবার ঘটা করে ট্রেনটির বিভিন্ন রুট চালু করছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। আর বন্দে ভারত সামান্য কোনও কিছুতে বিকল হচ্ছে।

বন্দে ভারতের হাজার হাজার যাত্রীরা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বসে আছেন। অভিযোগ এসি বিকল। কখন ঠিক হবে ট্রেন সেই চিন্তা প্রবল।