News Desk: লুধিয়ানা আদালতে বিস্ফোরণ মামলার তদন্তে চাঞ্চল্যকর মোড়। এক বরখাস্ত পুলিশকর্মী বিস্ফোরণ ঘটায়। পাঞ্জাব পুলিশের কর্মী গগনদীপ সিং হাবিলদার পদে ছিলেন। বিস্ফোরণে তারও মৃত্যু হয়েছে। এটি আত্মঘাতী হামলা কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ। বিস্ফোরণে দু কেজি আরডিএক্স ব্যবহার করা হয়েছিল।
বিস্ফোরক ব্যবহারকারী মৃত গগনদীপ সিং পাঞ্জাব পুলিশের হাবিলদার পদে ছিলেন। একটি মাদক মামলায় তাকে বরখাস্ত করা হয়েছিল।
তদন্তে উঠে এসেছে, গগনদীপ সিং বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল। সেই হিসেবে আদালত চলাকালীন বিস্ফোরণ ঘটায়। নাশকতায় নিহতের সংখ্যা দুই। তবে তার পরিকল্পনা থেকে জঙ্গি সংগঠনের কার্যকলাপের মিল পাচ্ছে গোয়েন্দা বিভাগ।
প্রশ্ন উঠছে, পাঞ্জাবে এখনও সক্রিয় থাকা পাকিস্তান মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী সংগগঠন খালিস্তানি গোষ্ঠীর সঙ্গে গগনদীপের সংযোগ ছিল কি?
গত ২৩ ডিসেম্বর লুধিয়ানা আদালত বিস্ফোরণে কেঁপে ওঠে। ভয়াবহ সেই ঘটনায় আদালতের ভিতরের পরিস্থিতি লণ্ডভন্ড হয়ে যায়। প্রাথমিকভাবে খালিস্তানপন্থী উগ্র শিখ সংগঠনকে সন্দেহ করা হয়। তদন্তে নেমে গোয়েন্দাদের হাতে এসেছে বিস্ফোরণে মৃত গগনদীপ সিংয়ের কিছু তথ্য। সেসব যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে নিহত গগনদীপের ভাই আপাতত পুলিশের হেফাজতে আটক। তাকে জেরা করা হচ্ছে।
শুধু আদালতেই নয়, লুধিয়নার আরও কয়েকটি এলাকা সহ পাঞ্জাবের বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের ছক করা ছিল। গোয়েন্দারা এমনই আ়ঁচ করছেন। নিহত গগনদীপের ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।