Punjab: পাক মদতপুষ্ট অমৃতপাল অধরা, ইন্দিরা জমানার ‘জঙ্গি’ ভিন্দ্রানওয়ালের সাথে বিশ্লেষণ

পাঞ্জাব পুলিশের কিছু শীর্ষ কর্তার মতামত, ভিন্দ্রানওয়ালে অমৃতসর স্বর্ণমন্দিরের ভিতর খালিস্তানি জঙ্গি ঘাঁটি তৈরি করেছিল। সেই পরিস্থিতিতে সেনা অভিযানের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এখন খালিস্তানপন্থী অমৃতপাল সিংয়ের নির্দেশে পাঞ্জাব জুড়ে হামলার পরিকল্পনা করা হয়েছিল।

71
amritpal-singh
Advertisements

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) মদতপুষ্ট খালিস্তানি (Khalistan) বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিংকে (Amritpal Singh) জীবন্ত ধরতে চায় (Punjab Police) পুলিশ। যদিও টানা দুদিন সে আত্মগোপনে। এই শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে ধরতে পাঞ্জাব পুলিশের অভিযান চলছে। সূত্রের খবর, ইন্দিরা জমানার মতো সশস্ত্র অভিযান ‘অপারেশন ব্লু স্টার’ পদ্ধতি নয় বরং সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিংকে আত্মসমর্পণ করাতে মরিয়া সরকার। ইতিমধ্যেই অমৃতপাল সিং ও অপারেশন ব্লু স্টার অভিযানে নিহত জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের কার্যকলাপ নিয়ে বিশ্লেষণ চলছে।

punjab-police-2

Advertisements

পাঞ্জাব পুলিশের কিছু শীর্ষ কর্তার মতামত, ভিন্দ্রানওয়ালে অমৃতসর স্বর্ণমন্দিরের ভিতর খালিস্তানি জঙ্গি ঘাঁটি তৈরি করেছিল। সেই পরিস্থিতিতে সেনা অভিযানের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই অভিযানে স্বর্ণমন্দিরকে খালিস্তানিদের কব্জা থেকে মুক্ত করলেও উগ্র ধর্মীয় আবেগের কারণে পরে দেহরক্ষীদের গুলিতে নিহত হয়েছিলেন ইন্দিরা। সেই পরিস্থিতি ছিল ভিন্ন। এখন খালিস্তানপন্থী অমৃতপাল সিংয়ের নির্দেশে পাঞ্জাব জুড়ে হামলার পরিকল্পনা করা হয়েছিল। পুলিশ অভিযানের পর আত্মগোপনে গেছে অমৃতপাল সিং। কিন্তু ভিন্দ্রানওয়ালে আত্মগোপন করেনি। সে স্বর্ণমন্দির কব্জা করে সরকারের বিরুদ্ধে সশস্ত্র হামলা শুরু করেছিল।

Advertisements

অপারেশন ব্লু স্টার পরবর্তী সময়ে খালিস্তানপন্থীরা বারবার নাশকতা ঘটিয়েছে। প্রধানমন্ত্রীকে হত্যা ও পরবর্তী সময়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্তাদের খুন ও তাদের উপর হামলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এবার খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল সিংয়ের সমর্থন বিরাট। তাদের উগ্র আবেগ যে কোনও সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। তার নির্দেশে এর আগে পুলিশ থানা ঘেরাও ও হামলা হয়েছে।

খালিস্তান সমর্থক ও 'ওয়ারিস পাঞ্জাব দে' সংগঠনের প্রধান অমৃতপাল সিং-এর (Amritpal) সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যোগসূত্র সামনে এসেছে।

পিটিআই জানাচ্ছে অমৃতপাল সিং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই মদত নিয়ে পাঞ্জাব জুড়ে অচলাবস্থা তৈরির চেষ্টা করেছিল। অভিযান শুরুর পর রবিবার রাত ৮টা পর্যন্ত সে অধরা। যদিও পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন স্থান থেকে সশস্ত্র খালিস্তানপন্থীদের গ্রেফতার করেছে পুলিশ। অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ চার জনকে কড়া নিরাপত্তায় অসমের ডিব্রুগড় জেলে রাখা হয়েছে।

Advertisements