Punjab: ইচ্ছে করে বিপাকে ফেলা হয়েছিল মোদীকে চাঞ্চল্যকর স্টিং অপারেশন

পাঞ্জাবে (Punjab) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি ঘুরিয়ে নেওয়ার ঘটনায় নয়া মোড়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেছেন ‘উদ্দেশ্যপ্রণোদিত’। নিজের অজান্তেই গোপন ক্যামেরার বলে ফেলেছেন এই কথা!…

পাঞ্জাবে (Punjab) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি ঘুরিয়ে নেওয়ার ঘটনায় নয়া মোড়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেছেন ‘উদ্দেশ্যপ্রণোদিত’। নিজের অজান্তেই গোপন ক্যামেরার বলে ফেলেছেন এই কথা!

Advertisements

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, এক সংস্থার পক্ষ থেকে স্টিং অপারেশন চালানো হয়েছিল। গোপনে রাখা ক্যামেরার সামনে পাঞ্জাবের ঘটনা প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। যা এতোদিন ছিল পর্দার আড়ালে।

   

স্টিং অপারেশনের সময় খট্টর জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিপাকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছিল অনেক আগেই। মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নি এই কাজে নিয়েছিলেন অন্যতম অনুঘটকের ভূমিকা। রাজ্য সরকারের সহযোগিতাতেই প্রধানমন্ত্রীর যাওয়ার পথে কর্মসূচী নিয়েছিলেন কৃষকরা।

তিনি আরও জানিয়েছেন, ‘খারাপ আবহাওয়ার কারণে বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছিল। সিআইডির কাছ থেকে সাহায্য নেওয়া হয়েছিল। বিমান পথের পরিবর্তে বেছ নেওয়া হয় সড়ক পথ। কিন্তু প্রধানমন্ত্রীকে বিপাকে ফেলার ব্যাপারে বদ্ধপরিকর ছিল পাঞ্জাব সরকার। প্রস্তাবিত নতুন রুটে জমায়েতের ব্যবস্থা করেছিল প্রশাসন।’

পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক জনসভায় অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে তার কনভয় ১৫-২০ মিনিট ধরে ভাতিন্দার কাছে একটি ফ্লাইওভারে আটকে ছিল। এদিকে এই ঘটনার ফলে প্রধানমন্ত্রীর কর্মসূচিটি বাতিল করা হয়।