HomeBharatArvind Kejriwal: গ্রেফতার কেজরিওয়াল, গর্জে উঠলেন আরও এক মুখ্যমন্ত্রী

Arvind Kejriwal: গ্রেফতার কেজরিওয়াল, গর্জে উঠলেন আরও এক মুখ্যমন্ত্রী

- Advertisement -

আবগারি কেলেঙ্কারিতে জড়িত আর্থিক তছরুপের মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেজরিওয়ালের সরকারি বাসভবনে প্রায় ৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর গভীর রাতে তাঁকে সঙ্গে নিয়ে যায় ইডির দল। মদ কেলেঙ্কারি মামলায় ইডির এটি ১৬ তম গ্রেফতার। এদিকে ভোটের মুখে কেজরিওয়ালের এহেন গ্রেফতারি নিয়ে ক্ষোভে ফুঁসছেন দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে কর্মী, সমর্থকেরা। এবার এই বিষয়ে ফুঁসে উঠলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)।

আজ শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আপনারা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার তো করলেন কিন্তু তার চিন্তাভাবনা কীভাবে ধরবেন? অরবিন্দ কেজরিওয়াল কোনও ব্যক্তি নন, তিনি একটি চিন্তাভাবনা এবং আমরা আমাদের নেতার পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছি …ইনকিলাব জিন্দাবাদ।’

   

আরও জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে আজ আদালতে হাজির করবে ইডি। ইডি এখনও পর্যন্ত এই মামলায় ছয়টি চার্জশিট দাখিল করেছে এবং ১২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কেজরিওয়াল এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির জারি করা নয়টি সমন এড়িয়ে গিয়েছিলেন। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular