দেশের নিরাপত্তার স্বার্থে একসঙ্গে এগিয়ে চলার বার্তা অমিত শাহ-মুখ্যমন্ত্রীর

২০২২-এর বিধানসভা ভোটে জিতে প্রথমবারের মতো পাঞ্জাবে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি (Aam Admi Party)। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত মান (Bhagwant Mann)। ক্ষমতায় আসার…

২০২২-এর বিধানসভা ভোটে জিতে প্রথমবারের মতো পাঞ্জাবে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি (Aam Admi Party)। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত মান (Bhagwant Mann)। ক্ষমতায় আসার পর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করলেন মান।

Advertisements

এই বৈঠকের পর মান জানান, তিনি জাতীয় নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন৷ তিনি বলেন, ‘কেন্দ্র গতকাল পাঞ্জাবের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আমাদের ১০ কোম্পানি আধাসামরিক বাহিনী দিয়েছে৷ আজ আমরা আরও ১০ কোম্পানি দাবি করেছি, যা স্বরাষ্ট্রমন্ত্রী মেনে নিয়েছেন। ভগবন্ত মান বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যা যা সাহায্য প্রয়োজন তা দেবে।’

Advertisements

মুখ্যমন্ত্রী বলেন, ‘পাতিয়ালায় আইন-শৃঙ্খলা নিয়ে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দল উপরে উঠে জাতীয় নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করবে। এছাড়া গমের কম ফলনের কারণে কৃষকদের ৫০০ টাকা বোনাস দেওয়ার বিষয়টিও উত্থাপিত হয়েছিল এদিনের বৈঠকে।’

 

ভগবন্ত মান বলেন, “আমরা অ্যান্টি-ড্রোন প্রযুক্তি (অ্যান্টি-ড্রোন সিস্টেম) দাবি করেছিলাম এবং অমিত শাহ আশ্বাস দিয়েছেন যে আমরা জাতীয় নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব। ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড (বিবিএমবি) বাসমতি ফসল এবং পাঞ্জাব কোটা ইস্যু সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছে।”