পাকিস্তানের মদতপুষ্ট খালিস্তানি (Khalistan) বিচ্ছিন্নতাবাদী (Amritpal Singh) অমৃতপাল সিংয়ের গাড়ির চালক ধরা পড়ার পর কৌতুহল তুঙ্গে, কোথায় অমৃতপাল উঠছে প্রশ্ন। সোমবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত সে অধরা নাকি আত্মগোপনে তাও স্পষ্ট করেনি পাঞ্জাব পুলিশ (Punjab Police)। এর মাঝে খালিস্তানি সমর্থক অমৃতপাল সিংয়ের আইনজীবী ইমন সিং খারার দাবি,তার মক্কেলকে ভুয়ো সংঘর্ষে মেরে ফেলার পরিকল্পনা করেছে পুলিশ।
একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে টানা তল্লাশি অভিযান চলছে পাঞ্জাব ও হরিয়ানায়। এছাড়া অন্যান্য রাজ্যগুলির স্বরাষ্ট্র দফতরের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে ধর্মীয় উগ্র আবেগ ছড়িয়ে অশান্তির পরিবেশ তৈরি করা হতে পারে। কারণ সামাজিক মাধ্যমে খালিস্তান সমর্থকদের বিপুল অংশগ্রহণ আছে। অমৃতপাল সিংয়ের জনপ্রিয়তা কম নয়।
পিটিআই জানাচ্ছে, পাঞ্জাব পুলিশ নিশ্চিত অমৃতপাল সিংকে মদতকারী পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। তবে অমৃতপাল সিংকে গ্রেফতার করাই প্রধান লক্ষ্য। একাধিক ধৃত খালিস্তানি সমর্থককে জেরা করে সূত্র খুঁজছে পুলিশ। অমৃতপাল সিংয়ের ঘনিষ্ট চার খালিস্তানি রক্ষীকে গ্রেফতার করে অসমের ডিব্রুগড় জেলে রাখা হয়েছে।
অমৃতপাল সিং গত বছর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিদেশে বসবাসকারী খালিস্তান সমর্থকদের নির্দেশে দুবাই থেকে ভারতে ফিরে আসেন। শনিবার পাঞ্জাব সরকার তার সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর থেকে স্বঘোষিত মৌলবাদী প্রচারক পলাতক রয়েছেন। এই অভিযানে সংগঠনের ৭৮ সদস্যকে গ্রেফতার করা হয়।
যুবকদের আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত করছিল অমৃতপাল সিং। রবিবার গোয়েন্দা তথ্যের উল্লেখ করা হয় প্রাথমিকভাবে ‘খাডকু’ বা মানব বোমা তৈরির জন্য যুবকদের তৈরি করার সাথে জড়িত ছিল।