Pulwama: ‘হাই জানু’, পুলিশের ফোনে মেসেজ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ডের

একটা সূত্র। ভুল করেছিল পুলওয়ামা (Pulwama) হামলার মাস্টারমাইন্ড উমর ফারুক আলভি (Umar Farooq Alvi)। পুলওয়ামা হামলার আগে এসপি’র ফোনে মেসেজ করেছিল হামলার মুলচক্রী।  Advertisements উমর…

Pulwama Umar Farooq Alvi

একটা সূত্র। ভুল করেছিল পুলওয়ামা (Pulwama) হামলার মাস্টারমাইন্ড উমর ফারুক আলভি (Umar Farooq Alvi)। পুলওয়ামা হামলার আগে এসপি’র ফোনে মেসেজ করেছিল হামলার মুলচক্রী। 

Advertisements

উমর ফারুক আলভি পাকিস্তানের জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের আত্মীয়। আলভির ট্রেনিং হয়েছিল আফগানিস্তানে। ২০১৬-১৭ সালে সে দেশের জঙ্গি প্রশিক্ষণে উমর হাত পাকিয়েছিল বলে মনে করা হয়। পুলওয়ামা হামলার তদন্তে এনআইএ-এর দায়ের করা চার্জশিটে উমর ফারুক আলভিকে মাস্টারমাইন্ড বা মুলচক্রী বলা হয়েছে। 

   

হামলার পর গা ঢাকা দিয়েছিল উমর ও কামরান নামের তার এক সঙ্গী। তল্লাশি করেও মিলছিল না খোঁজ। 

হামলার বেশ কিছু দিন আগে পুলওয়ামার এসপিকে ওই ফোন দিয়ে মেসেজ পাঠিয়েছিল উমর। এসপিকে পাঠানো প্রথম মেসেজ, ‘ হাই জানু ‘। পরপর আরও কিছু টেক্সট, ‘আমি তোমার বাড়ি যাবো এবং তোমাকে খুন করবো।’ দুঁদে এসপি সেভ করে রেখেছিলেন নম্বরটা, ‘ হাই জানু ‘ নামে। 

এরপর বেশ কয়েক মাস বন্ধ ছিল প্রেরকের ফোন। তাই ট্র্যাক করা সম্ভব হয়নি তখন। পুলওয়ামা ঘটনার মাসখানেক পরেও অ্যাকটিভ হয়েছিল ওই নম্বরটি। অ্যাকটিভ হওয়া মাত্র কাজে লেগে পড়ে পুলওয়ামা পুলিশের সাইবার সেল। লোকেশন ট্রেস করা সম্ভব হয়। 

দ্রুত ঠিক করা হয় পরিকল্পনা। চালানো হয় অভিযান। নওগাঁও এর একটি বাড়িতে লুকিয়ে ছিল উমর ফারুক আলভি ও তার সঙ্গী কামরান। ২৯ মার্চ ২০১৯ সালে চালানো হয়েছিল এই অপারেশন। ৩০ মিনিট পরেই স্তব্ধ গুলির আওয়াজ। নিকেশ দুই জঙ্গি। যার মধ্যে একজন পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড।