Katihar: বিদ্যুত কাটা নিয়ে জনতার সঙ্গে খণ্ডযুদ্ধে পুলিশের গুলিতে মৃত ১

বিহারের কাটিহারে (Katihar) গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বলা হচ্ছে, বারসই ব্লক অফিসে বিদ্যুৎ বিচ্ছিন্নতার বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন বহু মানুষ।

Protest in Katihar

বিহারের কাটিহারে (Katihar) গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বলা হচ্ছে, বারসই ব্লক অফিসে বিদ্যুৎ বিচ্ছিন্নতার বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন বহু মানুষ। গ্রামবাসী ও জনপ্রতিনিধিরাও এই বিক্ষোভে সামিল হন। হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এখানে বিক্ষোভরত লোকজন। এর পর ভিড় নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও বিমান গুলি চালায়।

জনসাধারণের বিরুদ্ধেও ঢিল ছোড়ার অভিযোগ রয়েছে
ঘটনার একটি ভিডিওও সামনে এসেছে। যেখানে তিনজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার কাছে প্রচুর মানুষের ভিড়। ভিড়ের মধ্যে কেউ বলছে পুলিশ গুলি করেছে, আবার কেউ বলছে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। এই সময়ে লোকেরা এটির ভিডিওও তৈরি করছে।

এটিও পড়ুন- Kabir suman: মমতার বুকে মাথা রেখে কাঁদা যায়: কবীর সুমন

Advertisements

এই এলাকাটি বাংলাদেশ সংলগ্ন
গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম ৩৫ বছর বয়সী মহম্মদ খুরশিদ। খুরশিদ ছাছনা গ্রামের বাসিন্দা। অন্যদিকে, গুরুতর আহত নিয়াজকে চিকিৎসার জন্য শিলিগুরে পাঠানো হয়েছে। কাটিহারের এই ঘটনায় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগও উঠেছে জনতার বিরুদ্ধে। বলা হচ্ছে এর পর পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে বাতাসে গুলি চালায়, এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। কাটিহার জেলার সীমাঞ্চলের এই এলাকাটি বাংলাদেশের সংলগ্ন। এখানে এক সম্প্রদায়ের মানুষের সংখ্যাই বেশি।