HomeBharatUP: হিংসা দমনে বুলডোজার নিয়ে রাস্তায় নামল বিশাল পুলিশ বাহিনী

UP: হিংসা দমনে বুলডোজার নিয়ে রাস্তায় নামল বিশাল পুলিশ বাহিনী

- Advertisement -

পয়গম্বর মহম্মদকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের জেরে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের সাহারানপুর এবং কানপুর৷ এই দুই শহরেই বুলডোজার নিয়ে নামল পুরসভা।

পুলিশের তরফে একটি ভিডিও প্রকাশ করা দেখানো হচ্ছে, পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে ময়দানে নেমেছে। সেখানে বিরাট পুলিশ মোতায়েন রয়েছে। ভাঙা হচ্ছে অভিযুক্ত মুজাম্মিল এবং আবদুল ওয়াকিরের বাড়ি। যেটাকে পুরসভার তরফে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে।

   

অন্যদিকে, গত ৩ জুন রণক্ষেত্র কানপুরের ঘটনায় অন্যতম অভিযুক্ত জমি মাফিয়া জাফার হায়াত হাশমির বাড়িতে বুলডোজার চালানো হয়েছে। এসিপি আনন্দ প্রকাশ তিওয়ারি জানিয়েছেন, কানপুর ডেভলপমেন্ট অথারিটি মহম্মদ ইসতিয়াকের নবনির্মিত বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে। যিনি কানপুর ঘটনার অভিযুক্ত এবং জাফর হায়াত হাশমির আত্মীয় বলে পরিচিত।

এসিপি আরও বলেন, মনে করা হচ্ছে কানপুরের ঘটনায় আর্থিক সাহায্য করেছিল জাফার হায়াত হাশমি৷ তাই আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে জাফার ছাড়াও রয়েছে জাভেদ আহমেদ খান, মহম্মদ রাহিল এবং সুফিয়ান। প্রত্যেককেই মঙ্গলবার অবধি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শাহারানপুরের ঘটনায় ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, কানপুরের ঘটনায় ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩ জুন কানপুরের হিংসাত্মক ঘটনায় ১১ টি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন প্রকাশ তিওয়ারি৷

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular