‘এটা সংবিধান, সংঘের বিধান নয়’, প্রথম ভাষণেই সংসদে ঝড় তুললেন প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: ওয়ানাডে উপ-নির্বাচন জিতে প্রথমবার সংসদে পা রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া। আর প্রথম ভাষণেই মুগ্ধ করছেন সকলকে৷ সংবিধান বিতর্কে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা৷…

Priyanka Gandhi Vadra debut speech

নয়াদিল্লি: ওয়ানাডে উপ-নির্বাচন জিতে প্রথমবার সংসদে পা রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া। আর প্রথম ভাষণেই মুগ্ধ করছেন সকলকে৷ সংবিধান বিতর্কে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা৷ তবে তাঁর বক্তব্য এদিন চুপ করেই শুনেছে শাসক-বিরোধী দুই পক্ষ৷ তাঁর দৃপ্ত ভাষণে উঠে এসেছে সংসদ প্রসঙ্গে৷ আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি বলেছেন, ‘‘এটা সংবিধান, সংঘের বিধান নয়।” যা নিয়ে রাজনীতির অলিন্দে শুরু হয়েছে জোর চর্চা৷ রাজীব-কন্যার দাবি, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে আসন খোয়ানের পর বিজেপি এটা ভালোই বুঝতে পেরেছে যে, সংবিধানকে বদলানো যায় না। (Priyanka Gandhi Vadra debut speech)

বিজেপি’কে আক্রমণ Priyanka Gandhi Vadra debut speech

বিজেপি’কে আক্রমণ শানিয়ে ওয়ানাডের সাংসদ আরও বলেন, ‘‘আমাদের সংবিধান আমাদের সুরক্ষাকবচ। সংবিধান দেশের নাগরিকদের সুরক্ষিত রাখে। কিন্তু দুঃখের বিষয় হল, গত ১০ বছর ধরে শাসকদল, যারা বড় বড় কথা বলে থাকে, তারা আসলে এই কবচকে ভেঙে ফেলার চেষ্টা করছে।’’

   

Priyanaka Gandhi

সংবিধান সংঘের বিধান নয় Priyanka Gandhi Vadra debut speech

প্রধানমন্ত্রীকে বিঁধে কংগ্রেস সাংসদ আরও বলেন, ‘‘আমাদের সংবিধান দেশের মানুষের কাছে একতার বর্মবিশেষ। প্রধানমন্ত্রী সংবিধান নিজের মাথায় ছোঁয়ান। কিন্তু মণিপুর বা সম্ভল থেকে ন্যায়ের ডাক এলে তাঁর কপালে কোনও ভাঁজ পড়ে না। তিনি হয়তো কোনওদিনই বুঝবেন না যে, ভারতের সংবিধান সংঘের বিধান নয়।’’ 

লোকসভায় সোনিয়া Priyanka Gandhi Vadra debut speech

প্রিয়াঙ্কা যখন সংসদে তাঁর বক্তব্য রাখছেন, তখন মাঝেমধ্যেই সুর চড়িয়েছেন বিরোধীরা৷ তবে অধিকাংশ সময়ই তাঁরা চুপ থেকে সবটা শুনেছেন৷  সংসদে মেয়ের প্রথম ভাষণ শুনতে লোকসভার গ্যালারিতে হাজির হয়েছিলেন সোনিয়া গান্ধী৷ তিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ৷ 

 

 Bharat: Priyanka Gandhi Vadra’s debut speech in Parliament criticizes the central government. Emphasizes the importance of the Constitution over political agendas. Sparks political debate.