Priyanka Gandhi: ‘মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা অসাংবিধানিক’- মোদীকে নিশানা প্রিয়াঙ্কার

Priyanka Gandhi targets Modi

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি। আবগারি দুর্নীতি মামলায় মোট ৯ বার সমন পাঠানো হয় কেজরিওয়ালকে। ইডির ডাকে সাড়া না দেওয়ায় আজ ২ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে কর্মরত মুখ্যমন্ত্রী গ্রেফতারে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে। বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দলগুলিই পাশে দাঁড়িয়েছেন কেজরিওয়ালের। সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)৷

কেজরিওয়ালের গ্রেফতারির খবর চাউর হতেই X হ্যান্ডেলে মোদীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নিজের X হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি অসাংবিধানিক। রাজনীতির মানকে টেনে হিঁচড়ে নিচে নামানো হচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এটা শোভা পায় না।

   

সম্প্রতি কংগ্রেসের ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে। সে কথাও লিখেছেন প্রিয়াঙ্কা। X হ্যান্ডেলে তাঁর দাবি, বিরোধী দলগুলির ওপর ED, CBI দিয়ে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। ভারতের ইতিহাসে এরকম নির্লজ্জ ঘটনার তিনি প্রথমবার সাক্ষী থাকলেন বলেও ধিক্কার জানিয়েছেন প্রিয়াঙ্কা।

আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়াকেও গ্রেফতার করা হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন সঞ্জয় সিং ও বিজয় নয়ারও। সকলেরই বর্তমান ঠিকানা তিহার জেল। এনারাই আপাতত জেলে কেজরিওয়ালের সতীর্থ হবেন বলেই মনে করা হচ্ছে। আগামীকাল আদালতে তোলা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন