ভোটের মুখে প্রধানমন্ত্রীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে দেশ। আসলে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো (Robert Fico) রাজধানী ব্রাতিস্লাভার হান্দলোভা শহরে বেশ কয়েকবার গুলিবিদ্ধ হয়েছেন। এতে তিনি গুরুতর আহত হন। স্লোভাক প্রজাতন্ত্রের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এই ঘটনায় স্তম্ভিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
আজ বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবর্ষণের খবরে গভীরভাবে মর্মাহত। আমি এই কাপুরুষোচিত কাজের তীব্র নিন্দা করছি এবং প্রধানমন্ত্রী ফিকোর দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত স্লোভাক প্রজাতন্ত্রের জনগণের পাশে রয়েছে।’ উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সাকের অক্টোবরে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন রবার্ট ফিকো। ক্ষমতায় আসার পরই তিনি দেশের বিদেশ নীতিকে রুশপন্থী ধারণার দিকে ঘুরিয়ে দেন বলে অভিযোগ।
বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী ফিকো ইউক্রেন নিয়ে বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এসব উস্কানিমূলক বক্তব্যের কারণে তিনি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন সংঘাত অবসানের জন্য অঞ্চলটি মস্কোর কাছে হস্তান্তর করার জন্য কিয়েভের প্রতি আহ্বান করেছিল, যা ইউক্রেন প্রত্যাখ্যান করে দেয়। তবে এখন নয়, অতীতেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন ফিকো। ২০১৮ সালে একজন সাংবাদিকের হত্যাকাণ্ড উচ্চ স্তরের দুর্নীতি প্রকাশ পেয়েছিল ফিকোর বিরুদ্ধে, যার পরে পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল তাঁকে। অবশ্য কিন্তু পরে তিনি তার পদে ফিরে আসেন।
Deeply shocked at the news of the shooting at Slovakia’s Prime Minister, H.E. Mr. Robert Fico. I strongly condemn this cowardly and dastardly act and wish PM Fico a speedy recovery. India stands in solidarity with the people of the Slovak Republic.
— Narendra Modi (@narendramodi) May 16, 2024