কেরোসিনের দামে আগুন, নিম্ন ও মধ্যবিত্তের সংসার আরও পুড়তে চলেছে

একদিকে তীব্র দাবদাহে জ্বলছে সাধারণ মানুষ। তারই মধ্যে প্রতিদিন নিয়ম করে বেড়ে চলেছে দেশে পেট্রোল-ডিজেলের দাম। বর্তমানে গোটা বিশ্বের মধ্যে ভারতে সবথেকে বেশি দামে বিক্রি…

price of kerosene india

একদিকে তীব্র দাবদাহে জ্বলছে সাধারণ মানুষ। তারই মধ্যে প্রতিদিন নিয়ম করে বেড়ে চলেছে দেশে পেট্রোল-ডিজেলের দাম। বর্তমানে গোটা বিশ্বের মধ্যে ভারতে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কেরোসিন (kerosene)তেলের দাম।

কলকাতায় লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ১১৫.১২ টাকায়। প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৯.৮৩ টাকায় প্রতি লিটার। এলপিজি বিক্রি হচ্ছে ৯৭৬ টাকার প্রতি কেজি। কেরোসিন এবার বিক্রি হচ্ছে লিটার পিছু ৮৫ টাকা করে। নাভিশ্বাস উঠেছে নিম্ন বিত্তের।নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থায় চলে আসছে। কেরোসিন মূল্য সেঞ্চুরি করতে চলল বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি প্রতি লিটার কেরোসিন একধাক্কায় ১৫ টাকা করে বেড়েছিল দেশে। নরেন্দ্র মোদীর জামানায় চড়া দামে বিক্রি হচ্ছে জ্বালানি। ভারত নিম্ন ও মধ্যবিত্তের দেশ। আর এই জ্বালানি দামবৃদ্ধি থেকেই মধ্যবিত্তের রান্নাঘরে লেগেছে আগুন। সমস্যায় ক্রমশ পড়তে হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তকে।

মনে রাখা দরকার, যাদের এলপিজি কেনার ক্ষমতা নেই তাদের একমাত্র ভরসা কেরোসিন। কিন্তু সেই বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষের ঘরেই কোপ মারলো সরকার। বর্তমানে একটাই প্রশ্ন উঠছে চাল জোগাড় হলেও তা ফুটবে কী করে!

Advertisements

একইসঙ্গে জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে মূল্যবৃদ্ধি হয়েছে যাতায়াত খরচ থেকে আনুষঙ্গিক বিভিন্ন জিনিসের ক্ষেত্রে। এখনও দেশে বহু গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছয়নি। সেখানে দাঁড়িয়ে কেরোসিনের আলোতেই ঘর আলোকিত হয়। আর সেই কেরোসিন এবার বিক্রি হচ্ছে ৮৫ টাকায়।

মাথায় হাত নিম্নবিত্ত ও মধ্যবিত্তের। চলবে কি করে সংসার? জ্বলবে কি করে ঘরের আলো? প্রতিমুহূর্তে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।