LPG: উৎসবের মাসে দাম কমল রান্নার গ্যাসের

খানিকটা স্বস্তি। একধাক্কায় প্রায় ২০০ টাকা কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের (LPG) দাম। দেশের তেল মার্কেটিং সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, এলপিজি সিলিন্ডারের দাম ১৮২-১৯৮ টাকা…

LPG Price Cut: 19 Kg Cylinder Gets ₹17 Cheaper From Today — Check New Rates

খানিকটা স্বস্তি। একধাক্কায় প্রায় ২০০ টাকা কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের (LPG) দাম। দেশের তেল মার্কেটিং সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, এলপিজি সিলিন্ডারের দাম ১৮২-১৯৮ টাকা কমিয়ে দেওয়া হল। এর ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা অনেকটাই যে স্বস্তি পাবেন। এর পরোক্ষ প্রভাব পড়বে পণ্যের বাজারেও।

অক্টোবরের শুরুতে ১৯ কেজি সিলিন্ডারের দাম কমল ২৫ টাকা ৫০ পয়সা থেকে ৩২ টাকা ৫০ পয়সা পর্যন্ত। এর আগে গত ১ জুলাই এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম ১৯৮ টাকা কমেছিল রাজধানী দিল্লিতে। তার আগে জুন মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছিল ২২১৯ টাকায়। কারণ মে মাসে ৫০ টাকা বেড়েছিল ১৯ কেজির সিলিন্ডারের দাম।

   

মে মাসে ১০২ টাকা দাম বেড়েিছল ১৯ কেজির গ্যাসের সিলিন্ডারের।বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমায় হোটেল-রেস্তোরাঁর মালিকদের কিছুটা সুরাহা হয়েছে। কিন্তু আম জনতার হেঁসেলের কিন্তু কোনও সুরাহা হয়নি। কারণ ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হু হু করে বাড়ছে। ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। মধ্যবিত্তের যাকে বলে নাভিশ্বাস দশা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমতে শুরু করেছে। সেকারণে রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা ।

Advertisements