‘তৃতীয়বার দেশসেবার সুযোগ’, মোদীকে শপথের ডাক রাষ্ট্রপতির

বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সংসদীয় দলের নেতা নির্বাচিত করার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার নরেন্দ্র মোদীকে কেন্দ্রে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি সূত্রে…

President Murmu invites Narendra Modi to form government oath ceremony on June 9

বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সংসদীয় দলের নেতা নির্বাচিত করার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার নরেন্দ্র মোদীকে কেন্দ্রে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।

বিজেপি সূত্রে জানা গেছে, ৯ জুন (রবিবার) সন্ধ্যা ৬টায় নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

   

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরে সংবাদ মাধ্যমকে নরেন্দ্র মোদী জানান, রাষ্ট্রপতি মুর্মু তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেওয়ার জন্য চিঠি দিয়েছেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য উপযুক্ত সময় উল্লেখ করতে নির্দেশ দিয়েছেন। শপথের জন্য অন্যান্য মন্ত্রীদের তালিকাও চেয়েছেন।

‘গত ১০ বছরে ১০০ টপকায়নি’, কংগ্রেসকে অল-আউট নিশানা মোদীর

এনডিএ শিবিরে বিজেপি-র ২৪০, চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টি (টিডিপি), নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড, একনাথ শিণ্ডের শিবসেনার সমন্বয়ে গঠিত ২৯৩ জন সাংসদ রয়েছেন। যা ৫৪৩ সদস্যের লোকসভায় ২৭২ ম্যাজিক ফিগারের বেশি।

শুক্রবার রাষ্ট্রপতির কাছে এনডিএ সাংসদদে তালিকা জমা দিয়েছে জোটটি।

ট্রেনে চড়েন, দেখেওছেন ট্রেনের গায়ে লেখা ৫ সংখ্যার কোড! জানেন কী কাজে লাগে?

এর আগে, এনডিএ নেতারা পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হলে জড়ো হন। এনডিএ সাংসদ ছাড়াও ওই শিবিরের মুখ্যমন্ত্রীরা সহ জোটের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার এবং একনাথ শিণ্ডে ছাড়াও, চিরাগ পাসোয়ান, জিতান রাম মাঞ্জি, অনুপ্রিয়া প্যাটেল, পবন কল্যাণ প্রধান মঞ্চে উপস্থিত ছিলেন। রাজনাথ সিং মোদীর নেতৃত্বের সমর্থনে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন এবং এনডিএ সাংসদরা সেই প্রস্তাবকে সমর্থন জানান।

শিয়ালদা শাখার যাত্রীদের হয়রানি রুখতে রাজ্যকে বিশেষ কী আর্জি রেলের?