প্রয়াত সুরকার বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) শেষকৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তাঁর পুত্র বাপ্পা লাহিড়ি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। পরিবার সূত্রে খবর, তাঁদের উপস্থিতিতির জন্য অপেক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক ফিরেছে বাপ্পা লাহিড়ি। সুরকার বাপ্পি লাহিড়ি ৬৯ বছর বয়সে প্রয়াত হন। বলিউড দুনিয়া শোকাচ্ছন্ন।
গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
টলিউড -বলিউডে দাপটের সঙ্গে বছরের পর বছর ধরে রাজত্ব করা সুর সম্রাট রেখে গেলেন তাঁর হাজার কম্পোজিশন যা যুগ যুগ ধরে মানুষের মনে থেকে যাবে। তিনিই একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর যিনি জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রিত হয়েছিলেন ১৯৮৯ সালে।
বাবা-মায়ের দেওয়া নাম অলোকেশ লাহিড়ি। ১৯৫২ সালে জন্ম জলপাইগুড়ি জেলায়। ডাক নাম ছিল বাপি। রেখেছিলেন এক আত্মীয়া। কে জানত, একদিন এই নামেই গোটা বিশ্ব কাঁপাবেন। ১৯ বছর বয়সে কলকাতা থেকে মুম্বই পাড়ি দেন বাপি লাহিড়ী। বলিউডে শুরু করেন সুরের যাত্রা। ১৯৭৩ সালে ‘ননহা শিকারি’ ছবি থেকে সুরকার হিসেবে তাঁর কেরিয়ার শুরু। কেরিয়ারে ৫০০টি ছবিতে পাঁচ হাজারের বেশি গানে সুর দিয়েছেন বাপি লাহিড়ী। একদিনে ৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করে ১৯৮৬ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন।