Prashant Kishore: রাজ্যের নিয়োগ নীতি প্রসঙ্গে ‘বিস্ফোরক’ তৃণমূলের ভোট কৌশলী পিকে

তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore) এবার লালু প্রসাদ ও তেজস্বী যাদবকে নিশানা করলেন৷ তিনি বলেন, লালুপ্রসাদের ছেলে দশম পাস করেনি, তবুও লালুজি চিন্তিত যে তাঁর ছেলে মুখ্যমন্ত্রী হোক

Prashant Kishor

তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore) এবার লালু প্রসাদ ও তেজস্বী যাদবকে নিশানা করলেন৷ তিনি বলেন, লালুপ্রসাদের ছেলে দশম পাস করেনি, তবুও লালুজি চিন্তিত যে তাঁর ছেলে মুখ্যমন্ত্রী হোক, এতে কোনো সমস্যা নেই যে লালুজি চান তাঁর ছেলে মুখ্যমন্ত্রী হোক। কিন্তু সমস্যা হল যিনি বিএ-এমএ করেছেন তিনি পিয়নের চাকরিও পাচ্ছেন না এবং লালু তাতে মোটেও চিন্তিত নন।

পিকে শনিবার শেষ প্রোগ্রামটি করেছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ এবং ডেপুটি সিএম তেজস্বী যাদবের নিজস্ব জেলায়। গোপালগঞ্জের চানপট্টি গ্রামে ভাষণ দিতে গিয়ে প্রশান্ত কিশোর জনসাধারণের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের সন্তানদের নিয়ে চিন্তা না করলে পৃথিবীর কেউ আপনাদের সন্তানদের নিয়ে চিন্তা করবে না।

তিনি বলেন, পাঁচ বছর জনসাধারণ বসে শিক্ষা ও চাকরি সংক্রান্ত সমস্যার কথা বলে, কিন্তু যেদিন ভোট হয়, জনগণ সব ভুলে যায়। জাত-ধর্মের নামেই ভোট দেওয়া হয়, হিন্দু-মুসলিম, চিন-পাকিস্তান, পুলওয়ামার নামে জাত-ভোটের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

তিনি জনসাধারণের উদ্দেশে বলেন, আপনারা জাতি-ধর্মের নেশায় হারিয়ে গেছেন। দুশ্চিন্তা থাকলে তাকেই ভোট দিতেন, যে আপনার ছেলেদের লেখাপড়ার ব্যবস্থা করত। শনিবার গোপালগঞ্জে প্রশান্ত কিশোরের পদযাত্রার ২১তম ও শেষ দিন। এ সময় তিনি বিভিন্ন গ্রামে পদযাত্রার মাধ্যমে জনসাধারণের মাঝে যান। জনগণের সমস্যা বোঝার পর তিনি সেগুলো সংকলন করে সেগুলোর সমাধানের জন্য একটি ব্লু প্রিন্ট প্রস্তুত করার প্রতিশ্রুতি দেন। প্রশান্ত কিশোর দিনব্যাপী পদযাত্রায় ৪টি জনসভায় ভাষণ দেন এবং ৬টি পঞ্চায়েতের ১৩টি গ্রামের মধ্য দিয়ে ১৯.৩ কিলোমিটার পদযাত্রা করেন।