বিহারে নিজের দলের আসন নিয়ে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

Prashant Kishor Predicts Jan Suraaj’s Performance in Upcoming Bihar Elections
Prashant Kishor Predicts Jan Suraaj’s Performance in Upcoming Bihar Elections

নতুন রাজনৈতিক জোট ‘জন সুরাজ পার্টি’ বিহারের ভোট রাজনীতিতে বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রাক্তন ভোটকুশলী ও রাজনীতিক প্রশান্ত কিশোরের (Prashant Kishor) নেতৃত্বে গঠিত এই দল বিহারের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছে।

যদিও প্রশান্ত কিশোর নিজে ভোটে লড়বেন না, তবু দলের দায়িত্ব তাঁর কাঁধেই রয়েছে এবং তাঁর নেতৃত্বে দলের কর্মসূচি কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমে দাবি করেছেন, জন সুরাজ পার্টি বিহার বিধানসভা নির্বাচনে ১৫০টিরও বেশি আসন পেতে পারে। পাশাপাশি, যদি ভোটাররা তাঁকে বিশ্বাস না করেন, তাহলে হয়তো দল মাত্র ১০টি আসন পেতে সক্ষম হবে বলেও উল্লেখ করেছেন। প্রশান্ত কিশোর দীর্ঘদিন ধরে সফল ভোটকুশলী হিসেবে কাজ করেছেন। তিনি ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচন অভিযান পরিচালনা করে রাজনৈতিক বিশ্লেষণে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তবে এবার তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন—‘জন সুরাজ পার্টি’। দলের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের সেবা, স্বচ্ছতা ও দক্ষ নেতৃত্ব নিশ্চিত করা। বিহারের রাজনীতিতে বহু বছর ধরে বিরাজমান দুর্নীতি, দুর্ব্যবহার ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করার প্রত্যয় নিয়ে দলের কার্যক্রম শুরু হয়েছে।

   

বিহারের ২৪৩টি আসনের মধ্যে ‘জন সুরাজ পার্টি’ সমস্ত আসনে লড়াই করার পরিকল্পনা নিয়েছে। দল ইতোমধ্যেই প্রার্থী নির্বাচন ও মাঠ পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে। প্রশান্ত কিশোর জানিয়েছেন, দল তাদের প্রচারণায় জনগণের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যা বুঝে কাজ করবে। দলের মূল প্রতিপাদ্য হবে ‘জনসাধারণের সুরাজ’, অর্থাৎ জনতাকে সুশাসন প্রদান। দলের নীতি ও কর্মসূচি তৈরি করা হয়েছে জনগণের সরাসরি অংশগ্রহণ ও মতামত গ্রহণ করে।

প্রশান্ত কিশোরের বড় বিশেষত্ব হল তাঁর ভোটকুশলীর দক্ষতা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা। দীর্ঘদিন ধরে ভোটের পরিকল্পনা ও স্ট্রাটেজি গড়ে তোলায় তিনি বিশেষজ্ঞ। এবারে সেই দক্ষতাকে কার্যকর রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সংযুক্ত করেছেন। তাঁর বিশ্লেষণে দেখা যায়, বিহারের ভোটাররা এখন ক্ষমতাসীন দলগুলোর প্রতি খুব একটা আগ্রহী নন। তাঁরা নতুন কোনো বিকল্প খুঁজছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে ‘জন সুরাজ পার্টি’ ভোটারদের কাছে প্রমাণ করার চেষ্টা করবে যে তারা আসলে মানুষের পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন