Prashant Kishor: পশ্চিমবঙ্গে কেমন ফল করবে বিজেপি? বড় ভবিষ্যৎবাণী পিকে’র

লোকসভা নির্বাচন নিয়ে এবার বড়সড় ভবিষ্যৎবাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তিনি এবার বিজেপি কোন রাজ্যে কত আসন পাবে সেই নিয়ে বড় তথ্য দিলেন…

লোকসভা নির্বাচন নিয়ে এবার বড়সড় ভবিষ্যৎবাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তিনি এবার বিজেপি কোন রাজ্যে কত আসন পাবে সেই নিয়ে বড় তথ্য দিলেন পিকে।

এমনিতে প্রশান্ত কিশোরকে লোকসভা বা বিধানসভা নির্বাচনের জন্য আরও ভালো কৌশলবিদ হিসাবে বিবেচনা করা হয়। এ কথা তিনি বহুবার প্রমাণ করেছেন। লোকসভা ভোটে বিজেপির আসন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের দাবি, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে বিজেপির আসন বাড়ছে।

   

তিনি বলেন, “পূর্ব ও দক্ষিণে বিজেপি যথেষ্ট উন্নতি করছে, যেখানে তারা ঐতিহ্যগতভাবে আগে দুর্বল ছিল। দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে ভোটের ভাগ এবং আসন ভাগ উভয়ই বাড়ছে। তামিলনাড়ুতে বাড়বে বিজেপির ভোট শতাংশ। বিজেপির শক্ত ঘাঁটি হয়ে ওঠা উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির খুব বেশি আসন কমতে দেখছি না।” অন্যদিকে আরজেডি আয়োজিত এক নির্বাচনী সভায় জন সুরজের আহ্বায়ক প্রশান্ত কিশোর এক কর্মীকে ধাক্কা দেওয়ার জন্য বিধায়ক তেজপ্রতাপ যাদবকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, বিহারের মানুষ বিশ্বাস করেন যে এঁরা জাতপাত, হিন্দু-মুসলিম, দুর্নীতি ও গুন্ডামির ঊর্ধ্বে উঠে রাজনীতি করতে পারেন না।

প্রশান্ত কিশোর বলেন, “লালু-নীতীশ গত ৩০ বছর ধরে বিহার শাসন করেছেন এবং তারা সবচেয়ে বেশি বিশ্বাস ভাঙার কাজও করেছেন। ৩০ বছরে বিহারের মানুষের দারিদ্র্য কোনোটাই কমেনি, পথচলাও বন্ধ হয়নি। যদি শিক্ষাব্যবস্থার উন্নতি না হয়, অন্যথায় কর্মসংস্থান পাওয়া না যায়, তাহলে আপনি কোন বিশ্বাসের কথা বলছেন? দুর্নীতি ও গুন্ডামির ঊর্ধ্বে উঠতে পারবে না এরা।”