সাফ হয়ে যাবে BJP? আসন সংখ্যা নিয়ে ‘বিস্ফোরক’ দাবী!

পাটনা: রাত পোহালেই বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)। আসন্ন নির্বাচনে কত আসন পাবে বিজেপি (BJP) সহ শাসক জোট, তা নিয়ে বড় দাবী করল কংগ্রেস-আরজেডি। বুধবার কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি (Pramod Tiwari) বললেন, “বিজেপি এবং এনডিএ জোট তিন অংকের সংখ্যা না পেলে অবাক হওয়ার কিছু নেই!”।

Advertisements

এদিন সংবাদসংস্থাকে কংগ্রেস সাংসদ বলেন, “নীতিশের কাজ করার ক্ষমতা, প্রচারের ময়দানে নামার ক্ষমতা শেষ! আর যেভাবে বিজেপি ওনাকে অগ্রাহ্য করেছে, তাতে বিজেপির আসন সংখ্যায় বড় পরিবর্তন অবশ্যম্ভাবী। জেডিইউ (JDU)-এর আসন সংখ্যাও কমবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই নির্বাচনে এনডিএ-এর আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। যার ফলে সরাসরি ফায়দা হবে রাহুল গান্ধী-তেজস্বী যাদব জোটের”।

   

নির্বাচনী প্রচারে নেমে যদিও ১৬০ টি আসন পাওয়ার ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। “তবে নিজের ডুবন্ত নৌকাকে রক্ষা করতে ওই সংখ্যা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী”, বলে মন্তব্য করেন প্রমোদ তিওয়ারি।

৬০ টি আসনও পাবে না এনডিএ, দাবী আরজেডির

Advertisements

কংগ্রেসের পাশাপাশি এদি আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি (Mrityunjay Tiwari) বিজেপির অহংকারের তীব্র নিন্দা করেন। অমিত শাহের (Amit Shah) ১৬০ আসন দাবির প্রেক্ষিতে কটাক্ষ করে আরজেডি নেতা বলেন, “৬০ টিও আসন পাবে না এনডিএ, আর ১৬০-এর স্বপ্ন দেখছে!” তাঁর অভিযোগ, স্বরাস্ত্রমন্ত্রীর সাম্প্রতিক “প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর আসন খালি নেই” মন্তব্য অহংকারের প্রতিফলন।

বিহারে এই অহংকারের জন্যই বিজেপি ও এনডিএ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে দাবী করেন মৃত্যুঞ্জয়। পাশাপাশি, প্রথম দফায় ১২১-এর মধ্যে ৯০ টি আসনে মহাগাঁঠবন্ধন জিতবে বলে আত্মবিশ্বাসী আরজেডি (RJD) নেতা। উল্লেখ্য, আগামীকাল, অর্থাৎ ৬ নভেম্বর বিহারে প্রথম দফায় ১২১ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে। বাকি ১২২ টি আসনে ভোটগ্রহণ ১১ নভেম্বর। গণনা ও ফলাফল ঘোষিত হবে ১৪ নভেম্বর।