মিনমিনে গলায় শুভেন্দুর মুখে বাংলায় বিজেপির ভরাডুবির ‘আজব’ তত্ত্ব

ফের বাংলায় ভরাডুবি (Suvendu Adhikari) বিজেপির! একুশের বিধানসভা ভোটের পর চব্বিশের লোকসভা ভোটেও বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এবারের ভোটে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চেয়েও…

calcutta high court did not allow suvendu adhikari to sit on dharna in front of raj bhavan , শুভেন্দু অধিকারীকে রাজভবনের সামনে ধরনায় বসার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

ফের বাংলায় ভরাডুবি (Suvendu Adhikari) বিজেপির! একুশের বিধানসভা ভোটের পর চব্বিশের লোকসভা ভোটেও বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এবারের ভোটে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চেয়েও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতামতকে বেশি গুরুত্ব দিয়েছিল বিজেপির হাইকমান্ড। বাংলায় বিজেপির ভরাডুবির পর সেই শুভেন্দুই সামনে আনলেন হারের ‘আজব’ তত্ত্ব।

মঙ্গলবার সকাল থেকেই কার্যত উধাও হয়ে গিয়েছিলেন শুভেন্দু। সন্ধ্যা ৭টা ২০ নাগাদ কাঁথি থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু মুখে একফোঁটাও হাসি ছিল না তাঁর। থমথমে মুখে ভোটে ভরাডুবির আজব কারণ সামনে আনেন নন্দীগ্রামের বিধায়ক। একই সঙ্গে জানিয়ে দেন, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াই জারি থাকবে।

   

শুভেন্দু বলেন, এক শ্রেণির ভোটারকে ভয় দেখানো হয়েছে। বুথভিত্তিক যেহেতু ইভিএমে ফলাফল আসে, তাই তাঁদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে। ২১-এর বেশি আসন পাব এটা আশা ছিল। আমরা অল্প ভোটের জন্য বেশ কিছু আসন হয়তো হেরে গিয়েছি। ২০২১ সালের নির্বাচন থেকেও এক শতাংশ বেশি ভোট আমাদের মানুষ দিয়েছে, আমরা কৃতজ্ঞ।

PM Modi: হাওয়া মোদীর ক্যারিশ্মা, শেষমেষ মুখ খুললেন নরেন্দ্র

২০২১ সালে আমরা ৭৭টি বিধানসভা জিতেছিল। এবার তার থেকেও বেশি বিধানসভা, প্রায় ১০০-র কাছাকাছি বিধানসভাতে জনগণ আমাদেরকে এগিয়ে রেখেছেন। যোগ-বিয়োগের অঙ্কে আমরা আপাতত ১২টি আসনে জয়লাভ করেছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মধ্যেও আপনারা এই পরিসংখ্যান দেখতে পাবেন। একটি-দুটি আসনে এখনও গণনা চলছে।

দেশজুড়ে এবার সাত দফায় ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন হয়েছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ হয়েছে। মোট প্রার্থী ছিলেন ৮ হাজার ৩৬০ জন।

কাঁথিতে তৃণমূল জিতলেও সার্টিফিকেট দিচ্ছে না কমিশন, বিস্ফোরক অভিযোগ মমতার

বাংলার ৪২টি আসনেও এবার ৭ দফায় ভোট হয়েছে। রাত ৯টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে ভিত্তিতে, বাংলার ১২টি আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। ১৭টি আসনে ইতিমধ্যেই জয় পেয়েছে তৃণমূল। বিজেপি ৯টি আসনে এগিয়ে রয়েছে। ৩টি আসনে ইতিমধ্যেই জিতেছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। ১টি আসনে জয় পেয়েছে কংগ্রেস।