
প্রতীক না আসা পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই ঘোষণা শুধু একটি ব্যক্তিগত অবস্থান নয়, এটি গণতন্ত্র রক্ষার এক দৃঢ় সংকল্পের প্রকাশ। নির্বাচন মানেই মানুষের মত প্রকাশের অধিকার, আর সেই অধিকারকে খর্ব করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়ানোই একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কর্তব্য। আজ যেভাবে আমাদের নির্বাচনের যাবতীয় কৌশলগত নথি ছিনিয়ে নেওয়া হয়েছে, তা শুধু একটি দলের উপর আঘাত নয়, এটি সরাসরি নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতার উপর আঘাত।
মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, আমাদের দলের গাড়িতে যে কাগজপত্র রাখা ছিল, সেগুলো সম্পূর্ণভাবে দলের সাংগঠনিক ও নির্বাচনী নথি। সেগুলোর সঙ্গে কোনো বেআইনি কাজের সম্পর্ক নেই। তবুও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই কাগজ বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে আমাদের নির্বাচন পরিচালনার প্রক্রিয়াকে ব্যাহত করা যায়। এই ধরনের ঘটনা প্রমাণ করে, কীভাবে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে বিরোধী কণ্ঠকে দমন করার চেষ্টা চলছে।
বিরোধীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যত সিট আপনাদের পাওয়ার কথা ছিল, এর পর তো আপনারা শূন্য হয়ে যাবেন।” এই বক্তব্য আসলে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম অবজ্ঞার প্রতিফলন। জনগণের রায়কে আগে থেকেই অস্বীকার করে নেওয়া হচ্ছে, যেন নির্বাচন শুধুই একটি আনুষ্ঠানিকতা।










