অফিসে কাজের ফাঁকে সঙ্গম করুন, রাশিয়া বাঁচাতে পুতিনের বার্তা

অফিসে চুটিয়ে যৌন সঙ্গম করুন, মধ্যাহ্নভোজ কিংবা কফি বিরতির ফাঁকে সঙ্গম করতে বললেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। নিশ্চই ভাবছেন এটা কেমন অদ্ভুত কথা! হ্যাঁ আশ্চর্য…

অফিসে চুটিয়ে যৌন সঙ্গম করুন, মধ্যাহ্নভোজ কিংবা কফি বিরতির ফাঁকে সঙ্গম করতে বললেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। নিশ্চই ভাবছেন এটা কেমন অদ্ভুত কথা! হ্যাঁ আশ্চর্য মনে হলেও এটাই সত্যি। সম্প্রতি এমনটাই জানিয়েছে রুশ প্রশাসন। এর পেছনে রয়েছে আরও একটি কারণ। বিগত কয়েকবছরের একাধিক সমীক্ষায় উঠে এসেছে রাশিয়ায় ব্যপকভাবে জন্মহার হ্রাস পাওয়ার বিষয়টি।  

খালিস্তানি নেতা হত্যার চক্রান্তের অভিযোগে অজিত ডোভালদের তলব মার্কিন আদালতের

   

যা নিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ছে রাশিয়ায়। আর সেই সমস্যা মোকাবিলার জন্যই দেশের জনসাধারণকে কাজের ফাঁকেই সঙ্গমের পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইয়েভজেনি শেস্তোপলোভ সম্প্রতি সাংবাদিক বৈঠকে রাশিয়ার চাকুরিজীবীদের বেশি বেশি করে সঙ্গম করার এবং সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দিয়েছেন। 

ভোটের মুখে মোদীকে স্মরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উৎসাহী ট্রাম্প

কিন্তু কী ভাবে ১২-১৩ ঘণ্টা ধরে কাজ করা এক জন কর্মী সন্তান নেওয়ার কথা চিন্তা করবেন? এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, “জীবন খুব দ্রুত ফুরিয়ে যায়। কাজে ব্যস্ত থাকার অজুহাত খুব একটা যুক্তিগ্রাহ্য নয়। কাঁজের ফাঁকে সঙ্গমের জন্য সময় বার করাই যায়।”

দেশত্যাগী ‘গৃহহীন’ হাসিনা, তাঁর মন্ত্রীরই ৩৬০টি বাড়ি ইংল্যান্ডে! আরব দুনিয়ায় কুবেরের খাজানা

পাশাপাশি বিনামূল্যে মহিলাদের প্রজননক্ষমতা পরীক্ষা ব্যবস্থা করেও দেশের নাগরিকদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে পুতিন সরকার।