BJP: বিজেপি প্রার্থীকে প্রশ্ন করায় গলা ধাক্কা! তৃণমূল নেতাকে ‘মারধর’

ফের সুভাষ সরকারের প্রচারে উত্তেজনা। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে প্রচারে বেরিয়ে গলা ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল এবার। এদিন হুড খোলা গাড়িতে চেপে ছাতনার জগন্নাথপুরে নির্বাচনী প্রচারে বেরোন সুভাষ সরকার। তাঁর মিছিলের সময় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য প্রার্থীকে প্রশ্ন করেন। সেই শুনেই ক্ষেপে যান সুভাষ সরকার। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য আবীর মণ্ডলকে গলা ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে প্রার্থীর বিরুদ্ধে। 

কী এমন বললেন আবীর, যাতে চটে গেলেন বিজেপি প্রার্থী।  আবীর মণ্ডলের দাবি, ‘আমি একটি সাধারণ প্রশ্ন করি, বিগত পাঁচ বছর আপনি সাংসদ ছিলেন। আপনি কী করেছেন?’ প্রশ্ন শুনেই রেগে আগুন সুভাষ সরকার। চটে গিয়ে একেবারে গলা ধাক্কা দিয়ে দেন বলেই অভিযোগ। 

   

শুধু তাই নয়, আবীর মণ্ডল ও তাঁর আপ্ত সহায়ককে মারধরেরও অভিযোগ উঠেছে। অন্যদিকে বিজেপি প্রার্থীর সাফাই, ‘এই এলাকায় এত কাজ হয়েছে যে ওদের সহ্য হচ্ছে না। ওরা ভিডিও করার উদ্দেশ্য নিয়েই আমাকে প্রশ্ন করে। ওঁর হাতে একটি পাঞ্চ ছিল। তাই মহিলারা তেড়ে যায়।’ গতকাল বাঁকুড়ার বড়কুড়্যা গ্রামে প্রচারে গিয়েও মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেখানে জলের সমস্যা দীর্ঘদিনের। তাই এলাকাবাসীদের সাফ কথা, আগে জল পরে ভোট। জলের দাবিতে প্রার্থীকে ঘিরে রেখে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা।

মারধরের ঘটনায় সামান্য় আহত হন তৃণমূল পঞ্চায়েত সদস্য আবীর মণ্ডল। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করান বলেই দাবি আবীর মণ্ডলের। ঘটনার কথা জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন বলেই জানান তৃণমূল পঞ্চায়েত সদস্য আবীর মণ্ডল। ঘটনায় নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন