সিপিএমের লোক সবচেয়ে বেশি টাকা খায়: মমতা

নেতাজি ইন্ডোর থেকে লোকসভা ভোটের আগেতৃণমূল কর্মীদের নয়া কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২ এবং ৩ ডিসেম্বর প্রত্যেকটা বুথে বুথে মিছিল করবেন।…

নেতাজি ইন্ডোর থেকে লোকসভা ভোটের আগেতৃণমূল কর্মীদের নয়া কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২ এবং ৩ ডিসেম্বর প্রত্যেকটা বুথে বুথে মিছিল করবেন। যারা নতুন এসেছেন পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন। পুরাতন যারা আছে নতুনদের কাছে ডেকে নেবেন। আমরা সবাই সমান সেটা মাথায় রাখতে হবে। যদি পুরনো কেউ থাকেন যে বঞ্চিত হয়েছেন আমি তাকে অন্যভাবে অ্যাকমোডেট করব। কারণ আমি চাইনা কেউ বাইরে থাকুক।

তিনি বলেন, যদি কেউ আপনাদের সাথে জয়েন করতে চায়, ফেলে রাখবেন না যত পারেন নিয়ে নেবেন। যদি ভালো লোক হয়। এটা আপনাদের কর্তব্য,অনেক সময় এটা আপনারা করেন না। একটা কথা বললে বসে থাকেন কখন কি পারমিশন দেবে সেজন্য। বক্সীদা এখানে আছে তার থেকে পারমিশন নেবেন। ছাত্র-যুব, ট্রেড ইউনিয়ন, মহিলা,তপশিলি, রাজবংশী মতুয়া সবাইকে একসাথে করতে হবে। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতি বুথে বুথে কাজ করতে হবে।”

অভিষেক প্রসঙ্গে কথা তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ওর চোখে অসুবিধা আছে তাই ও ভার্চুয়ালি নমস্কার জানিয়ে হাসপাতালে গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রসঙ্গে বলেন, ওখানে সিপিএমের লোকেরা বসে আছে। সবচেয়ে বেশি টাকা খায় ওরা। ওরাই বারবার দুর্নীতি দুর্নীতি করে চিৎকার করে কারণ একটা পকেটমার একটা টিম ওঠে গাড়িতে। আর যেই পকেট টা মারে সেই পকেটমার পকেটমার করে চিৎকার করে পালিয়ে যায়। এরা হচ্ছে পকেটমার, বড় পকেটমার, সবার পকেট কাটছে, জনগণের পকেট কাটছে আর নিজেদের সব গলায় লকেট করে রেখে দিয়েছে। সেগুলো আগামী দিন ইধার উদ্ধার হবে ভারতেও হয়তো নেই দেশের বাইরে চলে গেছে সব কত কিছু। আমরা সেটা জানি না।