কলকাতা: ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যকে ঘিরে ফের উত্তাল বাংলা রাজনীতি। এবার সরাসরি পাল্টা আক্রমণে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে অভিযোগ—“অমিত শাহর বক্তব্য BJP–র চূড়ান্ত ভণ্ডামি ও দ্বিচারিতা প্রকাশ করে দিয়েছে।”
সম্প্রতি একটি সভায় অমিত শাহ দাবি করেন, দেশ থেকে বেছে বেছে বাংলাদেশিদের বের করে দেওয়া হবে। তাঁর বক্তব্যের পরেই তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন তোলে যে দলের ভিতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগ থাকা নেতানেত্রীর সংখ্যা কম নয়, তারা বাংলাকে উপদেশ দেওয়ার নৈতিক অবস্থানে কীভাবে দাঁড়ায়? তৃণমূলের মুখপাত্র নিশীথ প্রামানিক, অসীম সরকারদের মত বিজেপি নেতাদের উদাহরণ দিয়ে বলেন এই বিজেপি নেতারাও ঘুসপেটিয়া বাংলাদেশি তাহলে এদেরও দেশ থেকে বের করে দিতে হবে।
ই-কেওয়াইসি বাধ্যতামূলক! রেশন কার্ড বন্ধ হওয়ার আগে দ্রুত যাচাই করুন স্ট্যাটাস
অরূপ কড়া সুরে বলেন, “BJP–তে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে একাধিক বিধায়ক, সাংসদ এবং এমনকি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংযোগের প্রমাণ রয়েছে। সেই দল আজ বাংলার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলছে?
এটা দ্বিচারিতা নয়, রাজনৈতিক ভণ্ডামি।” তিনি আরও যোগ করেন, “অমিত শাহ নিজের দলের দুর্বলতা, ফাটল আর অন্ধকার দিকগুলো আড়াল করতে বাংলাকে নিশানা করছেন। কিন্তু বাংলার মানুষ সব দেখেছে ভোটের আগে মিথ্যে অভিযোগ তুলে বিভাজন সৃষ্টি করা বিজেপির পুরনো কৌশল।”
SIR নিয়ে বিতর্ক বেশ কিছুদিন ধরেই চলছে। BJP–র দাবি, বাংলায় অনুপ্রবেশকারীরা ব্যাপক সংখ্যায় ভোটার তালিকায় ঢুকে পড়েছে, এবং তারা অবৈধ ভাবে ভুয়ো নথি ব্যবহার করে এতদিন ধরে বাংলায় বসবাস করছে। শুধু তাই নয় বিজেপির বিস্ফোরক অভিযোগ এই ভুয়ো ভোটাররা দীর্ঘদন ধরে তৃণমূলকে ভোট দিয়ে তাদের ভোটব্যাঙ্ক মজবুত করছে। তাই বিশেষ পুনর্বিবেচনা প্রয়োজন।
তবে তৃণমূলের বক্তব্য “SIR হচ্ছে ছদ্মবেশী NRC। মুসলিমদের আতঙ্কিত করা, বিভাজনের রাজনীতি তৈরি করা এবং ভোটব্যাঙ্ক লক্ষ্য করা এই উদ্দেশ্যেই BJP SIR নিয়ে আগ্রাসী প্রচার চালাচ্ছে।” এই প্রেক্ষাপটেই অমিত শাহর বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল বলে,
“যাদের ঘরেই অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগ রয়েছে, তারা বাংলাকে আঙুল তুলছে এটাই BJP–র নৈতিক দেউলিয়াত্ব।”
২০২৬ সালের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, রাজনীতির উত্তাপ ততই বাড়ছে। তৃণমূল কংগ্রেস মনে করছে, “বাংলাকে লক্ষ্য করে ভয়ের পরিবেশ তৈরি করে নির্বাচনকে মেরুকরণের দিকে ঠেলে দিতে চাইছে BJP।”দলের তরফে হুঁশিয়ারি “এই কৌশল আর চলবে না। বাংলার মানুষ BJP–র ভণ্ডামি ও দ্বিচারিতা অনেক আগেই বুঝে গেছে। ২০২৬–এ ব্যালটবক্সেই তার জবাব মিলবে।”
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, SIR–কে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষ ভবিষ্যতে আরও তীব্র হবে। কারও মতে, BJP বিষয়টিকে নির্বাচন ইস্যু করার চেষ্টা করছে; আবার কারও মতে, তৃণমূল আক্রমণাত্মক সুর ধরে রেখেই প্রতিরোধ গড়ে তুলছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তৃণমূলের বক্তব্য ব্যাপকভাবে প্রচার পাচ্ছে। বহু সাধারণ নাগরিকও প্রশ্ন তুলছেন “প্রথমে নিজের দলকে পরিষ্কার করুন, তারপর বাংলা নিয়ে বড় বড় কথা বলুন।”


