TMC: বিদ্রোহের আশঙ্কা নিয়েই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ

কালীঘাটের সেই ঘরোয়া অফিস নয়, ব্রিগেডে বিপুল ‘জনগর্জন’ সভা থেকে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দিলেন TMC প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই বলেছিলেন, একলাই লড়াই করবেন। তবে…

tmc-mamata-banerjee-released-the-candidate-list

কালীঘাটের সেই ঘরোয়া অফিস নয়, ব্রিগেডে বিপুল ‘জনগর্জন’ সভা থেকে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দিলেন TMC প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই বলেছিলেন, একলাই লড়াই করবেন। তবে বিজেপি বিরোধী INDIA মঞ্চের শরিকও আছেন তিনি।

তৃ়ণমূলের যে প্রার্থী তালিকা মমতা প্রকাশ করেছেন তাতে পুরনো অনেকেই বাদ। আছেন নতুন মুখ। এখানেই বিদ্রোহের আশঙ্কা। দলীয় প্রার্থী না হতে পেরে বিক্ষুব্ধরা বিদ্রোহ শুরু করতে চলেছেন বলেই আশঙ্কা করছে তৃ়নমূল শিবির। বিক্ষুব্ধদের একটি বড় অংশ বিজেপির দিকে ঢলে পড়তে পারেন এমনই সম্ভাবনা থাকছে।

   

বিরোধী দল বিজেপি প্রথম দফায় ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এরপর তাদের শিবিরে শুরু হয়েছে বিদ্রোহ। প্রার্থী হতে না পেরে অনেকেই তৃ়ণমূলের সঙ্গে যোগাযোগ করছেন বলেই খবর। ক্ষোভ উপরে বিজেপির বিক্ষুব্ধরা তাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে অন্তর্ঘাত পরিকল্পনা করেছেন বলে খবর।

বিদ্রোহের আশঙ্কা নিয়েই তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করলেন দলটির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  তৃণমূল ও বিজেপির প্রার্থী বিক্ষোভ আগেও হয়েছে। পছন্দের প্রার্থীর জন্য দলীয় দফতরগুলি অবরোধ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে নেতা,বিধায়ক, সাংসদদের শিবির পরিবর্তন চলেছে।

লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনেই জিততে হবে বলে টার্গেট দিয়েছেন মমতা। আর প্রথমে ৩৫টি আসনে জয়ের নিশানা ঠিক করেও বিজেপি সর্বশেষ ২৫টি আসনে জয়ের লক্ষ্য নিয়েছে।

শাসক ও বিরোধী শিবিরের বাইরে তৃতীয় শক্তি হিসেবে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট আছে। পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে এই জোট শক্তি বিজেপির তুলনায় সংঘবদ্ধ বলেই রাজনৈতিক মহলে চর্চিত। তৃণমূল ও বিজেপির বিক্ষুব্ধ ভোট বাম-কংগ্রেসে ঢুকলে যে কোনও আসনের ভোট চিত্র পাল্টে যাবার প্রবল সম্ভাবনা বলেই মনে করা হচ্ছে।