বঙ্গ বিজেপিকে মমতার অনুপ্রেরণা নেওয়ার পরামর্শ তথাগতর!

Tathagata Roy Advises Bengal BJP to Take Inspiration from Mamata Banerjee

কেমন ছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেমন ছিল তাঁর আন্দোলনের স্টাইল। কেমন ছিল সেই ঝাঁঝ। রাজ্যর বর্তমান বিরোধী দলকে সেই স্মৃতিচারণের পরামর্শ দিলেন তথাগত রায় (Tathagata Roy)। যিনি রাজ্য বিজেপির (Bengal BJP) প্রাক্তন সভাপতি।

Advertisements

দলে নেই। কিন্তু তিনি দলের কাছে গুরুত্বপূর্ণ। রাজ্য রাজনীতিতেও তাঁর মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। রাজনীতি থেকে অবসর নিয়েছেন। কিন্তু সোশাল মিডিয়ায় নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছেন। বিভিন্ন বিষয়ে মতামত দেওয়া থেকে শুরু করে নিজের দলকে পরামর্শ সবই করেন। বঙ্গ বিজেপির সমালোচনা করতেও পিছপা হন না। এ নিয়ে বিতর্কের শেষ নেই।

   

এই তথাগত রায় এবার মুখ খুলেছেন কলকাতার মেয়রের বিতর্কিত মন্তব্য ঘিরে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ফিরহাদ হাকিম এক ধর্মীয় অনুষ্ঠানে ইসলামের পক্ষে সওয়াল করছেন। অমুসলিমদের সমালোচনা করে ধর্মান্তরের কথাও শোনা যায় মেয়র ববির মুখে। এ নিয়েই রবিবার সরব হন তথাগত। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘কলকাতার মেয়র, বিহারের গয়া জেলার মুসলমান ফিরহাদ হাকিম হিন্দুদের ডাক দিয়েছে মুসলমান হওয়ার জন্য। আর মুসলমানদের ডাক দিয়েছেন হিন্দুদের রাজি করানোর জন্য। এর চেয়ে বেশি খোলাখুলি নির্লজ্জ সাম্প্রদায়িক ঘোষণা আমি ইদানীংকালে শুনিনি।’

Advertisements

এখানেই শেষ নয়, কলকাতার প্রাক্তন মুসলিম মেয়রের প্রসঙ্গও চেনে এনেছেন তথাগত রায়। লিখেছেন, ‘এর আগের কলকাতার মুসলমান মেয়র এস এন উসমান, ১৯৪৬ সালে মুসলমানদের ডাক দিয়েছিলেন হিন্দুহত্যা করার জন্য।’ এরপরেই বঙ্গ বিজেপিকে তথাগত রায়ের বার্তা, ‘আমি আশা করছি বিজেপি এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে যদি এখনও বাঁচাতে হয় তাহলে এই সময়।’

পোস্টের শেষে উঠে এসেছে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। বিজেপির বঙ্গ ব্রিগেডকে কটাক্ষ করে তথাগত রায় লিখেছেন, ‘এরকম একটা ইস্যু পেলে মমতা কি করত তা আর বলার অপেক্ষা রাখে না।’