সমাজের বন্ধন ভেঙে ভালোবাসা, সুন্দরবনের সমকামী যুগলকে অভিনন্দন অভিষেকের

sundarban-couple-receives-warm-wishes-from-abhishek-banerjee

বহু সময়েই দেখা গিয়েছে, যে কোনও কাজ করার আগেই মানুষ ভেবে বসেন, “লোকে কী বলবে” আর এই ভাবনাটাই মানুষের ব্যক্তিগত জীবনের দরজাগুলো বন্ধ রাখার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু সম্প্রতি সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রিয়া সর্দার এবং বকুলতলার রাখি নস্কর সেই সব সামাজিক ভীতি ভেঙে নিজেদের ভালোবাসার জন্য সাহস দেখিয়েছেন।

Advertisements

রিয়া ও রাখির সাহসী উদ্যোগ দেখিয়েছে, যে ভালোবাসা শুধুমাত্র শহরের রঙিন রাস্তায় নয়, গ্রামের সাধারণ মেঠোপথেও অক্সিজেন পেতে পারে। তারা শুধু নিজেদের জন্যই নয়, সমাজের জন্যও একটি বার্তা দিয়েছেন—ভালোবাসার কোনো সীমা নেই, এবং এটি প্রকাশ করার অধিকার সকলের আছে। গ্রামের মানুষরাও এই ছকভাঙা প্রেমকে গ্রহণ করেছেন। এই সাহসী যুগলের কাহিনী জাতীয় রাজনীতিতেও নজর কেড়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্প্রতি এই নববিবাহিত যুগলকে অভিনন্দন জানিয়েছেন।

   

তিনি বলেন, ভালোবাসা কখনও বন্ধনে আটকে থাকে না এবং সমাজের উন্নতি তখনই সম্ভব যখন মানুষ তাদের ব্যক্তিগত চাহিদা ও অনুভূতি প্রকাশের স্বাধীনতা পায়। অভিষেকের অভিনন্দন শুধু রিয়া ও রাখির জন্য নয়, বরং সমগ্র সমাজের জন্যও একটি প্রেরণাদায়ক বার্তা হয়ে উঠেছে।

Advertisements

রিয়া ও রাখি শুধু নিজেদের জীবনের জন্যই নয়, গ্রামীণ সমাজে ভালোবাসা ও স্বীকৃতির নতুন মানদণ্ড স্থাপন করেছেন। এটি প্রমাণ করে যে, প্রেম কোনো সামাজিক বাঁধা বা ভীতি মানে না। গ্রামের সাধারণ মানুষও যখন এই প্রেমকে স্বীকার ও সমর্থন করতে শুরু করে, তখন বোঝা যায় যে সমাজে ধীরে ধীরে পরিবর্তন আসছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ‌্যাল মিডিয়ায় তাঁদেরকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ – স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার, মানবিকতার, মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার। সারাজীবন একসাথে থাকার অঙ্গীকার নিয়ে তাঁরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাংলার কাছে ও বাঙালির কাছে গর্বের।সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে সামাজিক মতভেদ, ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বাধা এসব অতিক্রম ক’রে লক্ষ্যে স্থির থেকেছেন – প্রকৃত ভালোবাসাকে প্রাধান্য দিয়েই। তাঁদের এই পবিত্র ভালোবাসা চিরঅক্ষয় থাকুক। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা রিয়া সরদার ও বকুলতলার বাসিন্দা রাখি নস্কর এই নবদম্পতিকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি। পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক ওদের জীবনে। রঙিন হয়ে উঠুক আগামীর পথ।  বাংলাই আগামীকে পথ দেখায়। এই সাহসিকতার জোরেই আমাদের সমাজ অচলায়তন ভেঙে ও সংকীর্ণতাকে পিছনে ফেলে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হয়ে উঠবে।”