হেভিওয়েট বিজেপি নেতার বাড়িতে শুনানি নোটিস!কি প্রতিক্রিয়া দলে?

কলকাতা: নির্বাচনের মুখে ফের বিতর্কে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR hearing) প্রক্রিয়া। একের পর এক বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক পরিবারের সদস্যদের শুনানিতে তলব করা নিয়ে ইতিমধ্যেই…

sir-hearing-notice-bjp-arjun-singh-wife

কলকাতা: নির্বাচনের মুখে ফের বিতর্কে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR hearing) প্রক্রিয়া। একের পর এক বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক পরিবারের সদস্যদের শুনানিতে তলব করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে।

Advertisements

এবার সেই তালিকায় যুক্ত হল বিজেপির হেভিওয়েট নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের পরিবার। SIR শুনানির নোটিস পৌঁছেছে তাঁর স্ত্রী ঊষা সিংয়ের বাড়িতে। আর এই নিয়েই সরব হয়েছেন অর্জুন-পুত্র, ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।

   

এর আগে SIR শুনানিতে তলব করা হয়েছিল সাংসদ-অভিনেতা দেব, কবি জয় গোস্বামী, ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামি থেকে শুরু করে প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের। সেই সময় থেকেই প্রশ্ন উঠতে শুরু করে এই শুনানির মানদণ্ড ঠিক কী? সাধারণ নাগরিক থেকে শুরু করে সমাজের পরিচিত মুখদের কেন একের পর এক তলব করা হচ্ছে?

লাগাতার হিন্দু খুনের প্রতিবাদে সরব পদ্মাপাড়ের বুদ্ধিজীবী মহল

এবার বিজেপির প্রাক্তন সাংসদের স্ত্রীকে নোটিস দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পবন সিং স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন, কেন তাঁর মাকে শুনানিতে ডাকা হল, তা তিনি বুঝতে পারছেন না। তাঁর দাবি, “বাবা ও আমার দুই বোনের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি, তাই তাঁদের শুনানিতেও ডাকা হয়নি। কিন্তু মাকে কেন ডাকা হল, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।”

পবনের আরও বক্তব্য, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা অর্জুন সিং সাংসদ ছিলেন, ঠাকুরদাও জনপ্রতিনিধি ছিলেন, তিনি নিজে বর্তমানে বিধায়ক। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছিল, যেখানে তাঁর মায়ের তথ্যও ছিল। সেক্ষেত্রে নতুন করে শুনানির প্রয়োজন কেন, তা নিয়েই তাঁর疑问।

এই ঘটনা সামনে আসতেই ফের SIR প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এতদিন এই শুনানিকে ‘হয়রানিমূলক’ বলে আক্রমণ করছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন, SIR-এর নামে সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের উপর অযথা চাপ তৈরি করা হচ্ছে।

শাসক দলের অভিযোগ, SIR-এর কাজের চাপে অনেক ক্ষেত্রে BLO-দের মৃত্যু পর্যন্ত হয়েছে। আবার শুনানির ভয় ও চাপ সহ্য করতে না পেরে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এই সব অভিযোগ নিয়ে বারবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের শাসক দল।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবার বিজেপি শিবিরের মধ্য থেকেই এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এতদিন তৃণমূলের অভিযোগকে বিজেপি ‘রাজনৈতিক চাপ তৈরির কৌশল’ বলে উড়িয়ে দিলেও, নিজের দলের নেতার পরিবারের সদস্য শুনানিতে তলব হওয়ায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও।

তবে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত এই নির্দিষ্ট নোটিস নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কমিশনের দাবি বরাবরই, SIR একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যার লক্ষ্য ভোটার তালিকা সংশোধন ও স্বচ্ছতা বজায় রাখা।

কিন্তু বিরোধীদের প্রশ্ন যদি তা-ই হয়, তবে কেন একের পর এক বিশিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে? নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। SIR আদৌ প্রশাসনিক প্রক্রিয়া, না কি রাজনৈতিক বিতর্কের নতুন অস্ত্র এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে।

Advertisements