BJP: গরম সহ্য হবে না! রাজ্যে বাতিল হচ্ছে বিজেপির একাধিক সভা

দাবদাহের ৪২ ডিগ্রি গরমে বারাসতে সিপিআইএমের বিরাট জনসভায় রাজনৈতিক মহল সরগরম। বিধানসভায় শূন্য হয়েও বাম শিবির পঞ্চায়েত ভোটের আগে জনসমাগমে শাসক তৃণমূলের সাথে পাল্লা দিচ্ছে।…

BJP Calls for 12-Hour Bandh in North Bengal

দাবদাহের ৪২ ডিগ্রি গরমে বারাসতে সিপিআইএমের বিরাট জনসভায় রাজনৈতিক মহল সরগরম। বিধানসভায় শূন্য হয়েও বাম শিবির পঞ্চায়েত ভোটের আগে জনসমাগমে শাসক তৃণমূলের সাথে পাল্লা দিচ্ছে। তবে বিধানসভার বিরোধী দল বিজেপি দিল রণে ভঙ্গ। প্রবল গরমে রাজ্য জুড়ে জনসংযোগের সভাগুলো বাতিল করাকরা পথে নেতারা। দলীয়স্তরে কানাঘুষো, প্রধানমন্ত্রী বাতিল করেছেন সভা। আর এসি এনে মঞ্চ খাটিয়ে সভা করার চেয়ে না করাই ভালো।

সামনেই পঞ্চায়েত ভোট। প্রচার সারছে রাজনৈতিক দলগুলি। গরমে কাহিল হয়ে পড়ছেন নেতা-কর্মীরা। সেই কারণে সভা বাতিলের ভাবনা চিন্তা বঙ্গ বিজেপির।

গেরুয়া শিবির সূত্রে খবর, দিনে একাধিক সভা করতে পারছেন না নেতা-কর্মীরা। জমায়েত কম হচ্ছে। ২৯৪টি বিধান সভা কেন্দ্রে জনসভার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি। কিন্তু প্রচণ্ড গরমে নেতারা তা করতে পারছেন না।‌ তাই আপাতত দিনে একটি করে সভা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি ।‌

বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেন, “পার্টির একটি টিম এই সিদ্ধান্ত নেয়। আমি চেষ্টা করব তাঁরা আমায় যা দায়িত্ব দিয়েছে পুরোটাই শেষ করার। সবাইকেই দায়িত্ব নিতে হবে। আমরা দিনে দু’টো করে সভা করব ভেবেছিলাম। কিন্তু চরম গরমে তা করে ওঠা সম্ভব হচ্ছে না। একটি করে সভা করা হবে।”

চলতি মাসে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা ছিল। সূত্রের খবর,গরমের জন্য তা পিছিয়ে দেওয়া হচ্ছে।‌ মনে করা হচ্ছে , এই মাসের শেষের দিকে বাতিল হওয়া সভা পুনরায় করা হবে।