SBI: বন্ড তথ্য দিতে স্টেট ব্যাঙ্কের গড়িমসি

SBI Requests Extension to Provide Information on Bonds

মু্ম্বই: সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য স্টেট ব্যাঙ্কের ( SBI) জমা দেওয়ার৷ কিন্তু এর দু’দিন আগে স্টেট ব্যাঙ্ক সুপ্রিম কোর্টে জানিয়েছিল, সব তথ্য জোগাড় করতে সময় লাগবে তাই এই তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হোক বলে আর্জি জানায়।

এ ভাবে সময় চাওয়ার অর্থ লোকসভা ভোটের আগে কোন দল কার কাছ থেকে কত টাকা চাঁদা পেয়েছে, সেই তথ্য প্রকাশে করতে চাইছে না স্টেট ব্যাঙ্ক। যা দেখে বিরোধীদের অভিযোগ, বিজেপি কোন কর্পোরেট সংস্থার থেকে কত চাঁদা পেয়েছে, মোদী সরকারের নির্দেশেই স্টেট ব্যাঙ্ক ভোটের আগে তা প্রকাশ করতে চাইছে না।

   

এদিকে তথ্যের অধিকার কর্মী অঞ্জলি ভরদ্বাজের প্রশ্ন তুলেছেন, স্টেট ব্যাঙ্ক কোর্টে জানিয়েছে, নির্বাচনী বন্ডের মাধ্যমে কারা চাঁদা দিয়েছে ও কাদের অ্যাকাউন্টে তা জমা পড়েছে, সেই তথ্য মুম্বইয়ের প্রধান শাখায় রয়েছে- তবু কেন ব্যাঙ্ক চার মাস সময় চাইছে? তাছাড়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া -র দাবি, স্টেট ব্যাঙ্ক সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই ওই তথ্য প্রকাশ করা উচিত কারণ নথি খামবন্দি থাকলেও ব্যাঙ্ক ক্ষেত্রে এখন ডিজিটাল যুগে সব তথ্যই মাউসের ক্লিকে নিমেশে পাওয়া যায়।

প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে বাজেট পেশের সময় তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি মন্তব্য করেছিলেন , স্বাধীনতার ৭০ বছর পার হলেও দেশে রাজনৈতিক দলগুলির স্বচ্ছ ভাবে অর্থ সংগ্রহের কোনও ব্যবস্থা নেই৷ স্বচ্ছ ভাবে যাতে রাজনীতিতে অর্থের প্রবেশ ঘটে সেই জন্য ২০১৮ সালে নির্বাচনী ঋণপত্র বা ইলেক্টোরাল বন্ড চালু করা হয়।

তবে ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনী ঋণপত্রকে অসাংবিধানিক বলে সম্প্রতি একেবারে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাছাড়া আদালত এখনও পর্যন্ত কে বা কারা কোন রাজনৈতিক দলকে কত টাকা চাঁদা হিসেবে দিয়েছেন তার তথ্য প্রকাশ করতে বলেছে।সেজন্য সুপ্রিম কোর্ট স্টেট ব্যাঙ্ককে এই বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। সেইমতো তথ্য পেলে নির্বাচন কমিশনকে যাবতীয় তথ্য প্রকাশ করতে বলা হয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন