পাটনা, ১৯ অক্টোবর: বিহার রাজনীতিতে ফের টিকিট বণ্টনকে ঘিরে বড়সড় বিতর্ক। আরজেডি (RJD) নেতা মদন শাহ রবিবার রাবড়ি নিবাসের বাইরে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, তাঁকে দলের টিকিটের জন্য ₹২.৭ কোটি টাকা চাওয়া হয়েছিল (RJD ticket controversy)।
মদন শাহ অভিযোগ করেন, “সঞ্জয় যাদব আমাকে বলেছিলেন টিকিট পেতে হলে ২.৭ কোটি টাকা দিতে হবে। আমি টাকা দিতে অস্বীকার করি। তারপরই টিকিট অন্য কাউকে দিয়ে দেওয়া হয়।”
এই মন্তব্যে মুহূর্তে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাবড়ি দেবীর বাসভবনের বাইরে দাঁড়িয়ে মদন শাহ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ভেঙে পড়েন। তিনি বলেন, তাঁর দীর্ঘদিনের কাজ ও ত্যাগ সত্ত্বেও কেবল টাকার অভাবে তাঁকে টিকিট দেওয়া হয়নি।
রাজনৈতিক মহলে আলোড়ন
বিহারে সবসময়ই নির্বাচন ঘিরে টিকিট বণ্টন বড় ইস্যু। তবে এভাবে প্রকাশ্যে অর্থ দাবি করার অভিযোগে জড়িয়ে পড়ায় আরজেডি রীতিমতো চাপে পড়েছে।
বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ইস্যুতে সুর চড়াচ্ছে। তাঁদের দাবি, আরজেডির এই অভিযোগ প্রমাণ করছে দলটি অভ্যন্তরীণ ভাবে দুর্নীতিগ্রস্ত। বিজেপি ও জেডিইউ নেতারা বলছেন, “এই ঘটনাই দেখাচ্ছে লালু প্রসাদের দল এখন পুরোপুরি টাকার খেলায় পরিণত হয়েছে।”
আরজেডির তরফে নীরবতা
এখনও পর্যন্ত আরজেডির শীর্ষ নেতৃত্ব এই অভিযোগে কোনও মন্তব্য করেনি। সঞ্জয় যাদবের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। তবে দলের ভেতরে এই ইস্যুতে চাপা অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মদন শাহের এই কান্নাভেজা অভিযোগ শুধুই এক ব্যক্তির ক্ষোভ নাকি দলের ভেতরে আরও বড় অসন্তোষের বহিঃপ্রকাশ—এখন সেটাই দেখার। তবে নির্বাচনের মুখে এই অভিযোগ আরজেডির জন্য নিঃসন্দেহে বড় অস্বস্তির কারণ।