Tamil Nadu: তামিলনাড়ুতে শূন্য হয়ে যাবে বিজেপি? মোদী শিবিরে তীব্র আতঙ্ক

ফলাফল কি শূন্য হতে চলেছে? এমন প্রশ্নে বিজেপির অন্দরে তীব্র আতঙ্ক। এই আতঙ্কের কেন্দ্র তামিলনাডু (Tamil Nadu)। যেখানে এনডিএ জোট থেকে সরে গেছে প্রয়াত জয়ললিতার…

Tamil Nadu BJP

ফলাফল কি শূন্য হতে চলেছে? এমন প্রশ্নে বিজেপির অন্দরে তীব্র আতঙ্ক। এই আতঙ্কের কেন্দ্র তামিলনাডু (Tamil Nadu)। যেখানে এনডিএ জোট থেকে সরে গেছে প্রয়াত জয়ললিতার দল। AIADMK আগেই জোট ছাড়ার বার্তা দিয়েছিল। সেই পথই নিল দলটি।

তামিল রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি দিশেহারা।কারণ এ রাজ্যে দলীয় সাংগঠনিক তেমন শক্তি নেই বিজেপির। এবার জয়ললিতার দল সঙ্গ ছাড়ার পর মোদী শিবির চিন্তিত। সংগঠন পোক্ত না থাকায় তামিলনাডুতে লোকসভায় বিজেপির ভরাডুবি হতে চলেছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করেছেন। এ রাজ্যে মূল লড়াই হবে ক্ষমতাসীন DMK জোট বনাম AIADMK দলের। প্রয়াত করুণানিধির দল ডিএমকে জোটে আছে কংগ্রেস, সিপিআইএম ও সিপিআই।

হিন্দি ও হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধী দ্রাবিড় নেতা হিসেবে পেরিয়ার, আন্নাদুরাই যে দ্রাবিড় রাজনীতি শুরু করেছিলেন তামিলনাডুতে, সেটি পরে DMK ও AIADMK শিবিরে দ্বিখন্ডিত হলেও এম জি রামচন্দ্রন, করুণানিধি, জয়ললিতা, জানকী রামচন্দ্রন হয়ে সমকালীন স্ট্যালিন, কানিমোঝি পর্যন্ত মূলগত দ্রাবিড়ীয় অবস্থানে একই থেকে গেছে। রাজ্য বিজেপি সভাপতি ব্রাহ্মণবাদী অবস্থান ও দ্রাবিড় বিরোধী মন্তব্যের কারণেই জোট ছেড়ে দিয়েছে AIADMK দল। রাজ্যের বিরোধী দল হলও জয়ললিতা প্রয়াণের পর দলটি নেতৃত্ব সংকটে। আর DMK দলে আছে পুরো করুণানিধি পরিবারের তাবড় নেতারা। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় ভোট ব্যাংক ধরে রাখতে AIADMK যে বিজেপির সাথে থাকবে না তা নিশ্চিত ছিল।

তামিল রাজনীতিতে হিন্দুত্ববাদী ও ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারার তীব্র বিরোধী রাজ্যের সবকটি আঞ্চলিক দল। DMK, AIADMK ছাড়াও অন্যান্য দল (PMK, MMK) যাদের বিধানসভায় বেশকিছু শক্তি আছে তারাও বিজেপি বিরোধী। এদের সাথেও বিজেপির জোট সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কোনও তামিল ভাবাবেগ দল বিজেপির সাথে গিয়ে নিজের ভোটব্যাংক নষ্ট করতে চাইবে না। এই কারণেই AIADMK জোট ছেড়েছে। এ রাজ্যে কংগ্রেস ও বাম দলগুলির সাংগঠনিক শক্তি আছে একাধিক আসনে। লোকসভা ভোটে তাদের আসন সংখ্যা DMK জোটে থাকায় নিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, গত লোকসভা ভোটে দেশে ভয়াবহ বাম বিপর্যয়ে একমাত্র তামিলনাডু থেকেই অক্সিজেন পেয়েছিল CPIM ও CPI দল দুটি। কেরলে বাম সরকার থাকলেও সে রাজ্যেও লোকসভার আসনে হয়েছিল বাম বিপর্য়য়। আর পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় শূন্য হয়েছিল বাম শিবির।

দক্ষিণের রাজনীতিতে এখন বিজেপি বিপর্যয় চলেছে। বিশ্লেষকরা বলছেন, বাম শাসিত কেরলে কোনও আশা নেই বিজেপির। তামিলনাড়ুতেও তাদের ঝুলি খালি হবার প্রবল আশঙ্কা। অন্ধ্র ও তেলেঙ্গানায় বিজেপির একক ক্ষমতা কম। কর্নাটকে সাংগঠনিক শক্তি থাকলেও সে রাজ্যে এখন কংগ্রেসের ঢেউ। এই পরিস্থিতিতে চিন্তিত মোদী শিবির।