Sudip Banerjee: ডায়মন্ড হারবারের মানুষ অভিষেককে বুকে স্থান দিয়েছে: সুদীপ

উত্তর কলকাতা কেন্দ্রে জমে উঠেছে লোকসভা ভোটের লড়াই। তৃণমূল প্রার্থী করেছে ৫ বারের জয়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee)। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছেন…

Sudip Banerjee

উত্তর কলকাতা কেন্দ্রে জমে উঠেছে লোকসভা ভোটের লড়াই। তৃণমূল প্রার্থী করেছে ৫ বারের জয়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee)। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে আসা বিক্ষুব্ধ তাপস রায়। ভোটের ময়দানে কে কাকে টেক্কা দেবে তা নিজে চর্চা নানা মহলে।

বিটি রোডে মঙ্গলবার প্রচারে বেরিয়ে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কংগ্রেস সিপিএম জোট করেছে তাই ওরা বলছে মহম্মদ সেলিম জিতবে। সেলিমের ভবিষ্যৎ আমার কাছে যা হয়েছিল ওখানে তাই হবে।’ ডায়মন্ড হারবারে বিজেপি এখনও প্রার্থী দিতে না-পারা সম্পর্কে তিনি বলেন, ‘ডায়মন্ড হারবারের ওই প্রার্থী ইডি সিবিআই বারবার ইডি অফিসে ডাকল, তাতে ডায়মন্ড হারবারের মানুষ ঠিক করল ওরা ডাকুক আর আমি তোমাকে ডেকে বুকের মাঝখানে স্থান দেব।’

তবে তাপস রায় সম্পর্কে কিছু বলতে রাজি হননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায় সম্পর্কে প্রশ্ন করা হলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নো কমেন্টস’। এদিন হুড খোলা জিপে চেপে প্রচার করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকরা তার কাছে জানতে চান, ঝড় হলে তৃণমূলের পোয়া বারো এমন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এর উত্তরে কোনও প্রতিক্রিয়া না দিয়ে সুদীপ বলেন, কুণাল ঘোষ উত্তর দেবেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা অভিযোগ করতে দেখা গিয়েছে স্থায়ীয় তৃণমূল নেতৃত্বকে। কিছুদিন আগেই কুণাল ঘোষ বেজায় চটেছিলেন সুদীপের ওপর। তবে এক সপ্তাহ যেতে না যেতেই দুজনের মধ্যে বেশ ভাব হয়ে যায়। তবে তাপস রায় তৃণমূলের কাছে নানা সময় ‘অপমানিত’ হয়েছেন বলে বিজেপিতে যোগ দেন। তাঁকে প্রার্থী করেছে বঙ্গ বিজেপি। এবার উত্তর কলকাতা কেন্দ্রে কে যেতে সেটাই এখন দেখার অপেক্ষা।