Tuesday, October 14, 2025
HomeBharatPoliticsপহেলগাঁও হামলার ‘প্রত্যাঘাতে’ বিমানবন্দরে মোদী-ডোভালের গোপন বৈঠক !

পহেলগাঁও হামলার ‘প্রত্যাঘাতে’ বিমানবন্দরে মোদী-ডোভালের গোপন বৈঠক !

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর পুরো দেশ জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। ওই হামলায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নৌসেনা অফিসার, যিনি সদ্য বিবাহিত ছিলেন এবং স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে (Pahalgam Terrorist Attack) । এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ পর্যন্ত।

Advertisements

এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর চলমান সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। বুধবার ভোরে সৌদি আরবের জেড্ডা থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এবং সকালে পৌঁছন দিল্লি বিমানবন্দরে। সেখানেই তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

Advertisements

দিল্লি বিমানবন্দরেই তাঁদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী জঙ্গি হামলার পুঙ্খানুপুঙ্খ (Pahalgam Terrorist Attack) তথ্য জানতে চান এবং ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশের নিরাপত্তা এবং পর্যটকদের সুরক্ষার দিকটি আরও জোরদার করতে কেন্দ্র ইতিমধ্যেই সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে বলে সূত্রের খবর।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

এই হামলার তীব্র নিন্দা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফোনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার বার্তা দেন। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স (প্রাক্তন টুইটার)-এ এই বার্তার কথা জানিয়েছেন।

নিহত নৌসেনা অফিসার: এক করুণ কাহিনি

পহেলগাঁওয়ের এই জঙ্গি (Pahalgam Terrorist Attack) হামলায় মৃত্যু হয়েছে ভারতীয় নৌসেনার এক অফিসারের, যিনি কর্মসূত্রে কেরলের কোচিতে কর্মরত ছিলেন। ANI সূত্রে জানা গিয়েছে, মাত্র ছয় দিন আগে তাঁর বিয়ে হয়েছিল। স্ত্রীকে নিয়ে হানিমুনে কাশ্মীরে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই আনন্দের সফর পরিণত হয় এক বিভীষিকায়। সন্ত্রাসবাদীদের বর্বর হামলায় প্রাণ হারান ওই অফিসার। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নৌসেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক।

রাজনৈতিক তৎপরতা (Pahalgam Terrorist Attack) 

এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে অবিলম্বে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন। সূত্রের খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রীকে কাশ্মীরে গিয়ে পরিস্থিতি পরিদর্শনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, আজই একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার বৈঠক (Pahalgam Terrorist Attack) হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কাশ্মীরে (Pahalgam Terrorist Attack) পর্যটকদের উপর এই জঙ্গি হামলা দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর এক বড় প্রশ্ন তুলে দিয়েছে। পর্যটনের মরসুমে এমন হামলা শুধু পর্যটকদের নয়, স্থানীয় অর্থনীতিতেও বড় ধাক্কা দিতে পারে। দেশবাসী এখন তাকিয়ে রয়েছে সরকারের (Pahalgam Terrorist Attack) প্রতিক্রিয়া ও পদক্ষেপের দিকে। আন্তর্জাতিক মহলও এই ঘটনার দিকে নজর রাখছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই যে আরও জোরদার হবে, তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর নিরাপত্তা বাহিনী।

Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments