“পাগলা কুকুর কামড়েছে নাকি ” তেলেঙ্গানা থেকে মোদীকে আক্রমণ

কে চন্দ্রশেখর রাও-কে পাগলা কুকুর কামড়ায় নি যে এনডিএ-তে যোগ দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্ফোরক দাবি করার পর, তীব্র প্রতিক্রিয়া জানালেন ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী…

কে চন্দ্রশেখর রাও-কে পাগলা কুকুর কামড়ায় নি যে এনডিএ-তে যোগ দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্ফোরক দাবি করার পর, তীব্র প্রতিক্রিয়া জানালেন ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি তথা কেসিআর-এর ছেলে কেটি রামা রাও।

মুখ্যমন্ত্রী পুত্র এদিন বলেন যে এনডিএতে ভারত তেলেঙ্গানা পার্টির যোগদান নিয়ে প্রধানমন্ত্রীর দাবি শুধু ভিত্তিহীন নয়, অসমাঞ্জস্যপূর্ণও । কর্নাটকে কংগ্রেসকে জেতাতে বিআরএস আর্থিক সহায়তা করেছিল বলে প্রধানমন্ত্রীর দাবিকেও হাস্যকর বলে জানান। পাগলা কুকুরে না কামড়ালে কেউ এনডিএ জোটে যোগ দেবে না বলেও কটাক্ষের সুরে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একসময় এনডিএ-তে ছিল শিরোমণি অকালি দল, শিবসেনা এবং জনতা দল ইউনাইটেডের মতো দলগুলি। আজ সবাই এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে। কেটি রামা রাও-এর মতে, সিবিআই, ইডি ছাড়া কেউই এনডিএ-তে নেই।

বিআরএস-এর কার্যকরী সভাপতি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আজ সরাসরি মিথ্যা কথা বলে তাঁর পদের মর্যাদা নষ্ট করেছেন। একজন প্রধানমন্ত্রী-স্তরের নেতার পক্ষে, এই ধরনের নির্লজ্জ অসততার রাস্তা নেওয়া সম্পূর্ণ অসম্মানজনক এবং নিন্দনীয়।

প্রসঙ্গত, মঙ্গলবার তেলেঙ্গানায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এক সভামঞ্চ থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-কে নিশানা করেন। মোদী বলেন, এনডিএ জোটে যোগাদানের জন্য চেষ্টা করেছিলেন বিআরএস সুপ্রিমো। কিন্তু তাঁর আপত্তিতে যোগ দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন নমো। তারপরেই শুরু হয় বিতর্ক।