HomeBharatPolitics'পুকুরে ডুব' দেওয়া নিয়ে রাহুলকে খোঁচা নরেন্দ্র মোদীর!

‘পুকুরে ডুব’ দেওয়া নিয়ে রাহুলকে খোঁচা নরেন্দ্র মোদীর!

- Advertisement -

পাটনা: নির্বাচনী আবহে বিহারের বেগুসরাই-এ নৌকা থেকে জলে ঝাঁপিয়ে মাছ ধরতে নেমেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রথম দফার ভোটগ্রহণের পর এবার রাহুলকে সেই ‘পুকুরে ডুব’ মারা নিয়ে তীব্র খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে শনিবার নির্বাচনী প্রচারে সীতামারিতে গিয়েছেন নরেন্দ্র মোদী।

সেখানে জনসভা থেকে রাহুলের উদ্দেশ্যে তির্যক মন্তব্যে মোদী বলেন, “কিছু বড় বড় লোক এখানে মাছ দেখতে আসছেন। জলে ডুব মারতে আসছেন। আসলে নির্বাচনে ভরাডুবির প্র্যাকটিস করছেন”। তবে এদিনের জনসভায় শুধু রাহুলেই থেমে থাকেননি বিজেপি সুপ্রিমো। পাশাপাশি আরজেডির বিরুদ্ধেও তোপ দেগে মোদী (Narendra Modi) বলেন, “বিহারে হ্যান্ডস আপ নয়, স্টার্ট আপ চাই”।

   

বিরোধী জোটকে তুলোধোনা করে তিনি আরও বলেন, “মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে হাত তুলতে বাদ্য করবে বিরোধীরা। ওরা চায়, বিহারের যুবকরা হাতে বন্দুক নিয়ে ঘুরুক। নিজেদ্রে সন্তানদের সাংসদ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী বানিয়ে আপনাদের সন্তানদের গুন্ডা বানাতে চায় ওরা। কিন্তু আমরা বিহারে সেই অন্ধকার ফিরতে দেব না।”

কাদাজলে মাছ ধরতে নেমেছিলেন রাহুল

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে বেগুসরাই-এ জনসভার পর স্থানীয় মৎসজীবীদের সঙ্গে পুকুরে মাছ ধরতে নেমেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁকে সঙ্গ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহানি। একটি ছোট্ট নৌকা থেকে পুকুরে ঝাঁপ দেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিও। ভোটের আগে বিহারের আম জনতার ভরসা জেতার কৌশল বলে খোঁচা মেরেছিল শাসকদল।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular