Minakshi Mukherjee: মিডিয়াকে কেন নির্দিষ্ট দলের হয়ে প্রচারে বাধা মীনাক্ষীর

গর বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থন না-পাওয়ায় লোকসভা ভোটের মুখে মানুষের মন জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে মীনাক্ষী-দীপ্সিতারা। নানা জায়গায় নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে বামেদের যুব নেতৃত্বকে।…

Minakshi Mukherjee

গর বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থন না-পাওয়ায় লোকসভা ভোটের মুখে মানুষের মন জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে মীনাক্ষী-দীপ্সিতারা। নানা জায়গায় নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে বামেদের যুব নেতৃত্বকে। ভোটের আসরে জমি ফিরে পেতে মরিয়া বামেরা। মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) ভোটে না-দাঁড়ালেও দলীয় কর্মীদের সঙ্গে কোমর বেধে নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে তাঁকে। প্রচারে নেমে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বললেন, মিডিয়াকে নির্দিষ্ট দলের প্রচারক বাহিনী হিসেবে মিডিয়াকে কাজ করা যাবে না।

তবে কেন এমন কথা বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়? সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়– সিপিআইএম কেন এখনও কয়েকটি জায়গায় প্রার্থী দিতে পারেনি? একথা শুনেই মেজাজ হারান মীনাক্ষী। তিনি সাংবাদিকের উদ্দেশ্যে বলেন তাতে আপনার সমস্যা কী? এরপর সাংবাদিক ফের প্রশ্ন করেন বাম-কংগ্রেস সমঝোতা প্রসঙ্গে।

উত্তর দিতে গিয়ে মীনাক্ষী বলেন, ‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। নির্দিষ্ট দলের প্রচারক বাহিনী হিসেবে মিডিয়াকে কাজ করা যাবে না। মিডিয়া যদি নির্দিষ্ট দলের প্রচারক বাহিনী হিসেবে কাজ করে তাহলে তারা দেশের ক্ষতি করছে। তারা রাজনীতির ক্ষতি করছে, তাঁরা বেকার ছেলে মেয়েদের কাজের জায়গার ক্ষতি করছে। মিডিয়া পার্সনদের এ কথা স্পষ্ট করে বুঝতে হবে।’

লোকসভা ভোটের মুখে নির্বাচনী প্রচার জমে উঠেছে। তৃণমূল এবং বিজেপির প্রচার নিয়ে যেমন মাতামাতি হয়েছে পিছিয়ে নেই বামেরাও। বিশেষত বামেদের যুব প্রজন্ম মাটি ফিরে পেতে প্রবল মরিয়া। ওয়াকিবহল মহলের মতে, বামেদের শক্তি কমে যাওয়ায় বামেদের ভোট নাকি বিজেপির ভোটবাক্সে গিয়ে জমা হবে। সেক্ষেত্রে কি বিপাকে পড়বে তৃণমূল? তা জানার জন্য ফলাফলের দিন পর্যন্ত অপেক্ষা।