Md Salim: সাম্প্রদায়িক মিছিল আটকাতে না পারা অপদার্থ পুলিশ পঞ্চায়েত ভোট লুট রুখবে?

রাজ্যে রামনবমী উদযাপন ঘিরে অশান্তি পূর্বপরিকল্পিত। তৃণমূল ও বিজেপি পরস্পর এক হয়ে সাধারণ মানুষের রুটি রুজি ও কর্মসংস্থান থেকে নজর ঘুরে দিতে ধর্মীয় অশাম্তি ছড়াচ্ছে। এমনই বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। এবার তিনি হনুমান জয়ন্তীতে নিরাপত্তার কড়াকড়ি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন।

হনুমান জয়ন্তীতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। এর প্রেক্ষিতে সেলিম ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন, পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী চাইবেন তো? যে অপদার্থ পুলিশ সাম্প্রদায়িক মিছিল আটকাতে পারে না, তারা পঞ্চায়েত ভোট লুট আটকাবে?

   

রাজ্যে রামনবমী থেকে শুরু হওয়া অশান্তির রেশ হনুমান জয়ন্তীতেও হতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তার কড়াকড়ি করেছে সরকার। বেশ কয়েকটি এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন